
ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।

ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
১ ঘণ্টা আগে
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবারস্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক ১০ টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে ‘উন্নয়নাধীন।’
১ ঘণ্টা আগে
প্রায় পাঁচ ঘণ্টা আকাশপথ বন্ধ রাখার পর ইরান আবারও তাদের আকাশসীমা খুলে দিয়েছে। ওই সময়ের মধ্যে বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা বিলম্ব করতে হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ইরান আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে জানিয়েছেন, ইরানে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি যেন খুব দ্রুত এবং চূড়ান্ত আঘাত হয়। তিনি সপ্তাহ বা মাসের পর মাস ধরে চলতে থাকা কোনো যুদ্ধ চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, আলোচনার...
৩ ঘণ্টা আগে