
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কংগ্রেস থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বের হয়ে গেছেন চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের শেষ দিনে তাঁকে সম্মেলনস্থল থেকে বের হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপির সাংবাদিক বিষয়টি প্রত্যক্ষ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষণ্ন চেহারা ৭৯ বছরের হু জিনতাও বেইজিংয়ের গ্রেট হলো আয়োজিত সম্মেলনে পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের জন্য নির্ধারিত আসনের প্রথম সারিতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে বসেছিলেন। পরে তাঁকে সেখান থেকে সরে বসতে বলা হলে তিনি সেখান থেকে যেতে অস্বীকার করেন।
হু জিনতাও সেখানে সি চিন পিংয়ের সঙ্গে আলোচনার পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও আলাপ করেন। এরপরই সম্মেলনস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা হু জিনতাওকে তাঁর হাত ধরে বের করে নিয়ে যায়। এ সময় হু জিনতাও তাঁর একটি হাত লি কেকিয়াংয়ের কাঁধে ছিল। তবে হু জিনতাও কেন বের হয়ে গেছেন তা এখনো জানা যায়নি। ২০১৩ সালের মার্চ পর্যন্ত চীনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন হু জিনতাও।
এদিকে, চীনের এই কংগ্রেসে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিংকে নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও তাঁকে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী মার্চে সি চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন।

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কংগ্রেস থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বের হয়ে গেছেন চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের শেষ দিনে তাঁকে সম্মেলনস্থল থেকে বের হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপির সাংবাদিক বিষয়টি প্রত্যক্ষ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষণ্ন চেহারা ৭৯ বছরের হু জিনতাও বেইজিংয়ের গ্রেট হলো আয়োজিত সম্মেলনে পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের জন্য নির্ধারিত আসনের প্রথম সারিতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে বসেছিলেন। পরে তাঁকে সেখান থেকে সরে বসতে বলা হলে তিনি সেখান থেকে যেতে অস্বীকার করেন।
হু জিনতাও সেখানে সি চিন পিংয়ের সঙ্গে আলোচনার পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও আলাপ করেন। এরপরই সম্মেলনস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা হু জিনতাওকে তাঁর হাত ধরে বের করে নিয়ে যায়। এ সময় হু জিনতাও তাঁর একটি হাত লি কেকিয়াংয়ের কাঁধে ছিল। তবে হু জিনতাও কেন বের হয়ে গেছেন তা এখনো জানা যায়নি। ২০১৩ সালের মার্চ পর্যন্ত চীনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন হু জিনতাও।
এদিকে, চীনের এই কংগ্রেসে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিংকে নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও তাঁকে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী মার্চে সি চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৪ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৪ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৭ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে