
সন্তান লালন-পালন ও সন্তান জন্মদানের বিষয়ে দম্পতিদের মনোভাব কী, তারা কেন ভয় পান এসব বিষয়ে—তা জানতে একটি জরিপ পরিচালনা করবে চীন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) এই জরিপ পরিচালনা করবে। গত বৃহস্পতিবার প্রকাশিত চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনসহ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশেই তরুণদের মধ্যে সন্তান জন্মদানের ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে। দেশগুলো দ্রুতই বুড়োদের দেশে পরিণত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীন জন্মহার বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করলেও তা খুব একটা কাজে আসছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই জরিপের ঘোষণা দিল চীন।
ন্যাশনাল হেলথ কমিশনের আওতাভুক্ত চায়না পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার জানিয়েছে, তারা বিশ্বের ১৫০টি দেশের দেড় হাজার সম্প্রদায়ের অন্তত ৩০ হাজার মানুষের ওপর এই জরিপ পরিচালনা করতে চায়। তবে কবে নাগাদ এই জরিপ শুরু হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
গত বছর অর্থাৎ, ২০২৩ সালে চীনে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পায়। এর পর থেকেই বেইজিং দেশটির তরুণ দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করার চেষ্টা করছে। এই জরিপের লক্ষ্য ‘সন্তান জন্মদানের বিষয়ে দম্পতির অনিচ্ছা এবং ভয়’ বিশ্লেষণ করা এবং শেষ পর্যন্ত ‘প্রজনন উর্বরতায় সহায়তা এবং প্রণোদনা ব্যবস্থা প্রদান করা’।
এর আগে, ২০২১ সালে চীনে দেশব্যাপী পরিবার ও প্রজনন উর্বরতা সমীক্ষা চালানো হয়েছিল। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলেছে, তারা ১০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী একটি নমুনা জরিপ পরিচালনা করবে। যাতে জনমিতিক পরিবর্তনের বিষয়টি পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

সন্তান লালন-পালন ও সন্তান জন্মদানের বিষয়ে দম্পতিদের মনোভাব কী, তারা কেন ভয় পান এসব বিষয়ে—তা জানতে একটি জরিপ পরিচালনা করবে চীন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) এই জরিপ পরিচালনা করবে। গত বৃহস্পতিবার প্রকাশিত চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনসহ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশেই তরুণদের মধ্যে সন্তান জন্মদানের ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে। দেশগুলো দ্রুতই বুড়োদের দেশে পরিণত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীন জন্মহার বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করলেও তা খুব একটা কাজে আসছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই জরিপের ঘোষণা দিল চীন।
ন্যাশনাল হেলথ কমিশনের আওতাভুক্ত চায়না পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার জানিয়েছে, তারা বিশ্বের ১৫০টি দেশের দেড় হাজার সম্প্রদায়ের অন্তত ৩০ হাজার মানুষের ওপর এই জরিপ পরিচালনা করতে চায়। তবে কবে নাগাদ এই জরিপ শুরু হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
গত বছর অর্থাৎ, ২০২৩ সালে চীনে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পায়। এর পর থেকেই বেইজিং দেশটির তরুণ দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করার চেষ্টা করছে। এই জরিপের লক্ষ্য ‘সন্তান জন্মদানের বিষয়ে দম্পতির অনিচ্ছা এবং ভয়’ বিশ্লেষণ করা এবং শেষ পর্যন্ত ‘প্রজনন উর্বরতায় সহায়তা এবং প্রণোদনা ব্যবস্থা প্রদান করা’।
এর আগে, ২০২১ সালে চীনে দেশব্যাপী পরিবার ও প্রজনন উর্বরতা সমীক্ষা চালানো হয়েছিল। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলেছে, তারা ১০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী একটি নমুনা জরিপ পরিচালনা করবে। যাতে জনমিতিক পরিবর্তনের বিষয়টি পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
৪৩ মিনিট আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৫ ঘণ্টা আগে