
সাংবাদিকতার নীতি না মানার অভিযোগ তুলে মার্কিন সম্প্রচারমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’ নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একই অভিযোগ তুলে এফএম রেডিও স্টেশন ‘রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টির’ সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, তালেবান সরকার গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানে এ দুটি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
এদিকে আফগান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানকারী আবদুল হক হাম্মাদ এক টুইটার পোস্টে বলেছেন, মার্কিন দখলদারির পরে চালু হওয়া রেডিও আজাদি (আরএল) বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাংবাদিকতার নীতিমালা না মানা এবং একতরফা খবর প্রচারের অভিযোগ রয়েছে।
আফগানিস্তানের ১৩টি প্রদেশে রেডিও আজাদির সম্প্রচার বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন আবদুল হক হাম্মাদ।
আফগানিস্তানে ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ভয়েস অব আমেরিকা। গণমাধ্যমটি এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি নতুন নির্দেশনায় ভয়েস অব আমেরিকার সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ২৭ মার্চে আশনা টিভির সম্প্রচার বন্ধ করেছিল আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। আশনা টিভি আগে টোলো টিভি, টোলো নিউজ, লামা টিভি ও ভয়েস অব আমেরিকার অনুষ্ঠান প্রচার করত।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে এর আগেই তারা অভিযোগ পেয়েছিল। তবে কোন কোন অনুষ্ঠান তা নির্দিষ্টভাবে অভিযোগে বলা হয়নি। এ অভিযোগ উত্থাপনের এক দিন পরেই তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করল।
তবে এই নিষেধাজ্ঞা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
আফগান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল কাহার বলখি ভয়েস অব আমেরিকাকে লিখিত মন্তব্যে বলেছেন, আফগানিস্তানে প্রেস আইন রয়েছে। কোনো সম্প্রচারমাধ্যম এ আইন লঙ্ঘন করলে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। ভয়েস অব আমেরিকা ও আজাদি রেডিও প্রেস আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। তারা পেশাদারি দেখাতে ব্যর্থ হয়েছে। সংগত কারণেই তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
ভয়েস অব আমেরিকা ১৯৮০ সালের অক্টোবর থেকে আফগানিস্তানের দারি ভাষায় এবং ১৯৮২ সালের জুলাই থেকে পশতু ভাষায় রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে আসছিল। রেডিও আজাদি ২০০২ সাল থেকে সম্প্রচার শুরু করেছিল।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, মার্কিন নিয়ন্ত্রণাধীন প্রশাসনের সময় আফগানিস্তানে ৫৪৭টি মিডিয়া আউটলেট ছিল। অন্যদিকে খামা প্রেস জানিয়েছে, তালেবান বাহিনী ক্ষমতা গ্রহণের পর ২১৯টি প্রিন্ট, অডিও ও ভিজ্যুয়াল মিডিয়া বন্ধ করে দিয়েছে।

সাংবাদিকতার নীতি না মানার অভিযোগ তুলে মার্কিন সম্প্রচারমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’ নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একই অভিযোগ তুলে এফএম রেডিও স্টেশন ‘রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টির’ সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, তালেবান সরকার গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানে এ দুটি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
এদিকে আফগান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানকারী আবদুল হক হাম্মাদ এক টুইটার পোস্টে বলেছেন, মার্কিন দখলদারির পরে চালু হওয়া রেডিও আজাদি (আরএল) বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাংবাদিকতার নীতিমালা না মানা এবং একতরফা খবর প্রচারের অভিযোগ রয়েছে।
আফগানিস্তানের ১৩টি প্রদেশে রেডিও আজাদির সম্প্রচার বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন আবদুল হক হাম্মাদ।
আফগানিস্তানে ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ভয়েস অব আমেরিকা। গণমাধ্যমটি এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি নতুন নির্দেশনায় ভয়েস অব আমেরিকার সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ২৭ মার্চে আশনা টিভির সম্প্রচার বন্ধ করেছিল আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। আশনা টিভি আগে টোলো টিভি, টোলো নিউজ, লামা টিভি ও ভয়েস অব আমেরিকার অনুষ্ঠান প্রচার করত।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে এর আগেই তারা অভিযোগ পেয়েছিল। তবে কোন কোন অনুষ্ঠান তা নির্দিষ্টভাবে অভিযোগে বলা হয়নি। এ অভিযোগ উত্থাপনের এক দিন পরেই তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করল।
তবে এই নিষেধাজ্ঞা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
আফগান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল কাহার বলখি ভয়েস অব আমেরিকাকে লিখিত মন্তব্যে বলেছেন, আফগানিস্তানে প্রেস আইন রয়েছে। কোনো সম্প্রচারমাধ্যম এ আইন লঙ্ঘন করলে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। ভয়েস অব আমেরিকা ও আজাদি রেডিও প্রেস আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। তারা পেশাদারি দেখাতে ব্যর্থ হয়েছে। সংগত কারণেই তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
ভয়েস অব আমেরিকা ১৯৮০ সালের অক্টোবর থেকে আফগানিস্তানের দারি ভাষায় এবং ১৯৮২ সালের জুলাই থেকে পশতু ভাষায় রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে আসছিল। রেডিও আজাদি ২০০২ সাল থেকে সম্প্রচার শুরু করেছিল।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, মার্কিন নিয়ন্ত্রণাধীন প্রশাসনের সময় আফগানিস্তানে ৫৪৭টি মিডিয়া আউটলেট ছিল। অন্যদিকে খামা প্রেস জানিয়েছে, তালেবান বাহিনী ক্ষমতা গ্রহণের পর ২১৯টি প্রিন্ট, অডিও ও ভিজ্যুয়াল মিডিয়া বন্ধ করে দিয়েছে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৭ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৮ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৯ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১১ ঘণ্টা আগে