
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগার থেকে টানেল খুঁড়ে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনির মধ্যে চারজনকে আবারও আটক করা হয়েছে। গতকাল শনিবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যান ফিলিস্তিনের ওই ছয়জন রাজনৈতিক বন্দী। এরপর তাঁদের ধরতে পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েল পুলিশ। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে এত ফিলিস্তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হন।
ধারণা করা হচ্ছে, পালানোর আগে ওই বন্দীরা তাদের কারাকক্ষের টয়লেটে কয়েক মাস যাবৎ গর্ত খুঁড়েছে । এরপর সেই গর্ত দিয়ে কারাগার থেকে পালিয়ে যান তাঁরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার রাত ১টা ৩০ মিনিটের দিকে তারা টানেল থেকে বের হচ্ছেন।
জেল পালানো ফিলিস্তিনিরা হলেন মাহমুদ আরদাহ, মোহাম্মদ আরদাহ, ইহাম কামামজি, ইয়াকুব কাদরি ও মুনাদিল ইনফাত। তাঁরা সবাই ইসলামিক জিহাদের সদস্য। ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা বা হামলা চালিয়ে হত্যার ঘটনায় তাঁদের মধ্যে চারজন যাবজ্জীবন কারাদণ্ড খাটছিলেন। আর ষষ্ঠ ব্যক্তি হলেন জাকারিয়া জুবেইদি। তিনি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের জেনিন শহরের প্রধানের দায়িত্বে ছিলেন।
ইসরায়েল পুলিশের পক্ষ থেকে বলা হয়, সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজনকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাজারেথ থেকে একটি লরির ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাকারিয়া জুবেইদি (৪৬) ও মোহাম্মদ আরদাহ (৩৯)।
এর আগে শুক্রবার ইসরায়েল কারাগার থেকে পালানো ইয়াকুব কাদরি (৪৮) ও মাহমুদ আরদাহ (৪৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনিদের এই জেল পালানোর ঘটনা ইসরায়েলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। দেশটির গণমাধ্যমগুলো দাবি করে, কর্মকর্তাদের একাধিক ‘ভুলের’ কারণে এমন ঘটনা ঘটেছে। তবে ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপগুলো এ ঘটনাকে একটি ‘বীরোচিত’ কাজ হিসেবে আখ্যায়িত করেছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগার থেকে টানেল খুঁড়ে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনির মধ্যে চারজনকে আবারও আটক করা হয়েছে। গতকাল শনিবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যান ফিলিস্তিনের ওই ছয়জন রাজনৈতিক বন্দী। এরপর তাঁদের ধরতে পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েল পুলিশ। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে এত ফিলিস্তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হন।
ধারণা করা হচ্ছে, পালানোর আগে ওই বন্দীরা তাদের কারাকক্ষের টয়লেটে কয়েক মাস যাবৎ গর্ত খুঁড়েছে । এরপর সেই গর্ত দিয়ে কারাগার থেকে পালিয়ে যান তাঁরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার রাত ১টা ৩০ মিনিটের দিকে তারা টানেল থেকে বের হচ্ছেন।
জেল পালানো ফিলিস্তিনিরা হলেন মাহমুদ আরদাহ, মোহাম্মদ আরদাহ, ইহাম কামামজি, ইয়াকুব কাদরি ও মুনাদিল ইনফাত। তাঁরা সবাই ইসলামিক জিহাদের সদস্য। ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা বা হামলা চালিয়ে হত্যার ঘটনায় তাঁদের মধ্যে চারজন যাবজ্জীবন কারাদণ্ড খাটছিলেন। আর ষষ্ঠ ব্যক্তি হলেন জাকারিয়া জুবেইদি। তিনি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের জেনিন শহরের প্রধানের দায়িত্বে ছিলেন।
ইসরায়েল পুলিশের পক্ষ থেকে বলা হয়, সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজনকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাজারেথ থেকে একটি লরির ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাকারিয়া জুবেইদি (৪৬) ও মোহাম্মদ আরদাহ (৩৯)।
এর আগে শুক্রবার ইসরায়েল কারাগার থেকে পালানো ইয়াকুব কাদরি (৪৮) ও মাহমুদ আরদাহ (৪৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনিদের এই জেল পালানোর ঘটনা ইসরায়েলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। দেশটির গণমাধ্যমগুলো দাবি করে, কর্মকর্তাদের একাধিক ‘ভুলের’ কারণে এমন ঘটনা ঘটেছে। তবে ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপগুলো এ ঘটনাকে একটি ‘বীরোচিত’ কাজ হিসেবে আখ্যায়িত করেছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
৯ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
৩৪ মিনিট আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
১ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে