
দুই দেশের মাটিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর উত্তেজনা নিরসন করে আবারও কূটনীতিক সম্পর্কে ফিরেছে পাকিস্তান ও ইরান। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার পর এই অগ্রগতি ঘটে। এ সময় ইরানের সঙ্গে সব ইস্যুতে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী জিলানি পারস্পরিক আস্থা ও সহযোগিতার চেতনার ভিত্তিতে ইরানের সঙ্গে সব বিষয়ে কাজ করার ব্যাপারে পাকিস্তানের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। উত্তেজনা নিরসনে তাঁরা সম্মত হয়েছেন। দুই দেশের রাষ্ট্রদূতদের নিজ নিজ রাজধানীতে ফেরত যাওয়া নিয়েও আলোচনা হয়েছে।
গত মঙ্গলবার পাকিস্তানের সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান।
ওই হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।
এ অবস্থায় দুই পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দৃঢ়ভাবে অস্বীকার করার সঙ্গে একে অপরকে তার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। গত বুধবার ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদ থেকেও ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়।
গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় আকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেয়েই ইরানের সারাভান শহরের চারপাশে তারা হামলা করেছিল। তবে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে পাকিস্তান সম্মান করে বলেও বিবৃতিতে বলা হয়।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি আরও কয়েকটি ফ্রন্টে বিরাজ করছে উত্তেজনা। এই পরিস্থিতির মধ্যেই ইরান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটে। পাকিস্তানে হামলার আগে ইরান তার পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছে ইসরায়েল। সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত।
অন্যদিকে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু বানাচ্ছে মার্কিন বাহিনীকে। আর ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের আক্রমণ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

দুই দেশের মাটিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর উত্তেজনা নিরসন করে আবারও কূটনীতিক সম্পর্কে ফিরেছে পাকিস্তান ও ইরান। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার পর এই অগ্রগতি ঘটে। এ সময় ইরানের সঙ্গে সব ইস্যুতে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী জিলানি পারস্পরিক আস্থা ও সহযোগিতার চেতনার ভিত্তিতে ইরানের সঙ্গে সব বিষয়ে কাজ করার ব্যাপারে পাকিস্তানের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। উত্তেজনা নিরসনে তাঁরা সম্মত হয়েছেন। দুই দেশের রাষ্ট্রদূতদের নিজ নিজ রাজধানীতে ফেরত যাওয়া নিয়েও আলোচনা হয়েছে।
গত মঙ্গলবার পাকিস্তানের সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান।
ওই হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।
এ অবস্থায় দুই পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দৃঢ়ভাবে অস্বীকার করার সঙ্গে একে অপরকে তার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। গত বুধবার ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদ থেকেও ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়।
গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় আকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেয়েই ইরানের সারাভান শহরের চারপাশে তারা হামলা করেছিল। তবে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে পাকিস্তান সম্মান করে বলেও বিবৃতিতে বলা হয়।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি আরও কয়েকটি ফ্রন্টে বিরাজ করছে উত্তেজনা। এই পরিস্থিতির মধ্যেই ইরান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটে। পাকিস্তানে হামলার আগে ইরান তার পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছে ইসরায়েল। সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত।
অন্যদিকে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু বানাচ্ছে মার্কিন বাহিনীকে। আর ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের আক্রমণ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে