
মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সোমবার রাখাইনের পোন্নাজ্ঞিয়ুন শহর থেকে জান্তা বাহিনীর ৫৫০ পদাতিক ব্যাটালিয়নকে তাড়িয়ে শহরটির দখল নেয় এএ। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল গোষ্ঠীটি।
আরাকান আর্মি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরটি সিতওয়ে থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে।
এএ জানিয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ যুদ্ধযান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। তার পরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, পোন্নাজ্ঞিয়ুনে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডঙের সংযোগ সেতু জাই তি পিন বোমা মেরে ভেঙে দেয়।
গত বছরের নভেম্বরে জান্তা বাহিনীবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট আটটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে চিন রাজ্যের পালেতওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া জান্তা বাহিনীর বিপুলসংখ্যক ঘাঁটি ও ফাঁড়ি দখল করে নিয়েছে গোষ্ঠীটি।
গত সোমবার আরাকান আর্মির মুখপাত্র উ খাইং থুক্কা এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাখাইন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত জান্তা বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মি লড়াই চালিয়ে যাবে।

মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সোমবার রাখাইনের পোন্নাজ্ঞিয়ুন শহর থেকে জান্তা বাহিনীর ৫৫০ পদাতিক ব্যাটালিয়নকে তাড়িয়ে শহরটির দখল নেয় এএ। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল গোষ্ঠীটি।
আরাকান আর্মি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরটি সিতওয়ে থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে।
এএ জানিয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ যুদ্ধযান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। তার পরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, পোন্নাজ্ঞিয়ুনে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডঙের সংযোগ সেতু জাই তি পিন বোমা মেরে ভেঙে দেয়।
গত বছরের নভেম্বরে জান্তা বাহিনীবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট আটটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে চিন রাজ্যের পালেতওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া জান্তা বাহিনীর বিপুলসংখ্যক ঘাঁটি ও ফাঁড়ি দখল করে নিয়েছে গোষ্ঠীটি।
গত সোমবার আরাকান আর্মির মুখপাত্র উ খাইং থুক্কা এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাখাইন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত জান্তা বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মি লড়াই চালিয়ে যাবে।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৭ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৮ ঘণ্টা আগে