
আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠেয় তালেবানের সঙ্গে আলোচনায় তেমন কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন আফগানিস্তানে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ।
রুশ সংবাদ সংস্থা আরআইএতে প্রকাশিত কাবুলভের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী বুধবার অনুষ্ঠেয় আলোচনায় তালেবান সদস্যরা উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে। তবে তাদের কোন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন, সে সম্বন্ধে তারা এখনো কিছু জানায়নি।
আরআইএকে কাবুলভ বলেন, ‘আমরা জানি, আফগান সমস্যা নিরসন এক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই তালেবানের সঙ্গে এই আলোচনায় আমরা তেমন কিছুই আশা করছি না। ওই আলোচনার আগে আগামী মঙ্গলবার আফগান পরিস্থিতিতে মস্কোতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের চারজন প্রতিনিধি এক পৃথক বৈঠকে মিলিত হবেন। দেশটির পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে একত্রে কাজ করা যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তাদের এই আলোচনা।
এর আগে গত মার্চে মস্কোতে এই চার দেশ আফগানবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ওই সম্মেলনে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা সহিংসতা বন্ধ করে তৎকালীন যুদ্ধরত আফগানদের শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০ বছর পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এ অবস্থায় মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। এ নিয়েই তালেবানের সঙ্গে বৈঠকে বসছে তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাদের সীমান্তে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আওতাভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। তাদের ধারণা, বর্তমান আফগান পরিস্থিতি এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়েছে। তাই তালেবান আফগান দখলের পর থেকেই মস্কো তাজিকিস্তানে তার সামরিক ঘাঁটির সক্ষমতা বাড়িয়ে, সে অঞ্চলে প্রায়ই সামরিক মহড়া দিচ্ছে।

আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠেয় তালেবানের সঙ্গে আলোচনায় তেমন কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন আফগানিস্তানে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ।
রুশ সংবাদ সংস্থা আরআইএতে প্রকাশিত কাবুলভের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী বুধবার অনুষ্ঠেয় আলোচনায় তালেবান সদস্যরা উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে। তবে তাদের কোন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন, সে সম্বন্ধে তারা এখনো কিছু জানায়নি।
আরআইএকে কাবুলভ বলেন, ‘আমরা জানি, আফগান সমস্যা নিরসন এক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই তালেবানের সঙ্গে এই আলোচনায় আমরা তেমন কিছুই আশা করছি না। ওই আলোচনার আগে আগামী মঙ্গলবার আফগান পরিস্থিতিতে মস্কোতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের চারজন প্রতিনিধি এক পৃথক বৈঠকে মিলিত হবেন। দেশটির পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে একত্রে কাজ করা যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তাদের এই আলোচনা।
এর আগে গত মার্চে মস্কোতে এই চার দেশ আফগানবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ওই সম্মেলনে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা সহিংসতা বন্ধ করে তৎকালীন যুদ্ধরত আফগানদের শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০ বছর পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এ অবস্থায় মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। এ নিয়েই তালেবানের সঙ্গে বৈঠকে বসছে তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাদের সীমান্তে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আওতাভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। তাদের ধারণা, বর্তমান আফগান পরিস্থিতি এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়েছে। তাই তালেবান আফগান দখলের পর থেকেই মস্কো তাজিকিস্তানে তার সামরিক ঘাঁটির সক্ষমতা বাড়িয়ে, সে অঞ্চলে প্রায়ই সামরিক মহড়া দিচ্ছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
২ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৪ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৪ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৫ ঘণ্টা আগে