
দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি যুদ্ধের আশঙ্কা যখন তুঙ্গে, তখন উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান আরও ১৪ লাখ তরুণ। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে সশস্ত্র বাহিনীতে চাকরি নিতে অথবা চাকরি ফিরে পেতে এই ১৪ লাখ লোক আবেদন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া অভিযোগ করেছিল, দক্ষিণ কোরিয়া ড্রোনের সাহায্য নিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ে বিপুলসংখ্যক উত্তর কোরিয়াবিরোধী প্রোপাগান্ডা লিফলেট ছড়িয়েছে। এই ঘটনার পর উত্তর কোরিয়া দুই কোরিয়াকে সংযোগকারী একটি সড়ক ও রেলপথ উড়িয়ে দেয় গত সোমবার। উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছিল, দক্ষিণকে এই কাজের জন্য উপযুক্ত মূল্য চোকাতে হবে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ছাত্র ও তরুণেরা সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। তাঁরা বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করার পবিত্র যুদ্ধে লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সংবাদমাধ্যমটির প্রকাশিত ছবি থেকে দেখা গেছে, তরুণেরা একটি অজ্ঞাত স্থানে আবেদনপত্রে স্বাক্ষর করছেন।
কেসিএনএয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি কোনো যুদ্ধ শুরু হয়, তাহলে কোরিয়া প্রজাতন্ত্র (দক্ষিণ কোরিয়া) পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। যেহেতু তারা একটি যুদ্ধ চায়, তাই আমরাও দেশটির অস্তিত্বের অবসান ঘটাতে ইচ্ছুক।’
মার্কিন থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্য অনুসারে, উত্তর কোরিয়ার ১২ লাখ ৮০ হাজার নিয়মিত সেনা আছে। এ ছাড়া আরও ৬ লাখ রিজার্ভ সেনা আছে। এ ছাড়া, ৫৭ লাখ কৃষক-শ্রমিক আছে, যারা রেড গার্ডসহ বিভিন্ন নিরস্ত্র ইউনিটের অন্তর্ভুক্ত।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি যুদ্ধের আশঙ্কা যখন তুঙ্গে, তখন উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান আরও ১৪ লাখ তরুণ। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে সশস্ত্র বাহিনীতে চাকরি নিতে অথবা চাকরি ফিরে পেতে এই ১৪ লাখ লোক আবেদন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া অভিযোগ করেছিল, দক্ষিণ কোরিয়া ড্রোনের সাহায্য নিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ে বিপুলসংখ্যক উত্তর কোরিয়াবিরোধী প্রোপাগান্ডা লিফলেট ছড়িয়েছে। এই ঘটনার পর উত্তর কোরিয়া দুই কোরিয়াকে সংযোগকারী একটি সড়ক ও রেলপথ উড়িয়ে দেয় গত সোমবার। উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছিল, দক্ষিণকে এই কাজের জন্য উপযুক্ত মূল্য চোকাতে হবে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ছাত্র ও তরুণেরা সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। তাঁরা বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করার পবিত্র যুদ্ধে লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সংবাদমাধ্যমটির প্রকাশিত ছবি থেকে দেখা গেছে, তরুণেরা একটি অজ্ঞাত স্থানে আবেদনপত্রে স্বাক্ষর করছেন।
কেসিএনএয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি কোনো যুদ্ধ শুরু হয়, তাহলে কোরিয়া প্রজাতন্ত্র (দক্ষিণ কোরিয়া) পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। যেহেতু তারা একটি যুদ্ধ চায়, তাই আমরাও দেশটির অস্তিত্বের অবসান ঘটাতে ইচ্ছুক।’
মার্কিন থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্য অনুসারে, উত্তর কোরিয়ার ১২ লাখ ৮০ হাজার নিয়মিত সেনা আছে। এ ছাড়া আরও ৬ লাখ রিজার্ভ সেনা আছে। এ ছাড়া, ৫৭ লাখ কৃষক-শ্রমিক আছে, যারা রেড গার্ডসহ বিভিন্ন নিরস্ত্র ইউনিটের অন্তর্ভুক্ত।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১০ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১০ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১১ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১২ ঘণ্টা আগে