
তুরস্কে সংসদে বক্তৃতা দেওয়ার সময় হার্ট অ্যাটাক করে মারা গেছেন তুর্কি বিরোধী দলীয় নেতা হাসান বিতমেজ। গতকাল বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী এ সংসদ সদস্যের মৃত্যু হয়। এর দুই দিন আগে সংসদে এক বক্তৃতায় ইসরায়েলের প্রতি সরকারের নীতি নিয়ে সমালোচনা করার সময় হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা সাংবাদিকদের বলেন, বিরোধী ফেলিসিটি (সাদেত) পার্টির সংসদ সদস্য হাসান বিতমেজ আঙ্কারা হাসপাতালে মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন হাসান। তিনি সেন্টার ফর ইসলামিক ইউনিয়ন রিসার্চের চেয়ারম্যান ছিলেন এবং এর আগেও তিনি বিভিন্ন বেসরকারি ইসলামি সংগঠনের হয়ে কাজ করেছেন। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে।
সংসদের সম্প্রচারে দেখা যায়, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংসদের সাধারণ অধিবেশনের সামনে পোডিয়ামে দাঁড়িয়ে থাকার সময় হাসান পড়ে যান।
তিনি গাজা–ইসরায়েল যুদ্ধের মধ্যেও ইসরায়েলের সঙ্গে তুরস্কের বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একে পার্টির (একেপি) সমালোচনা করেন। যদিও এরদোয়ান সরকার ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে।
হাসান পোডিয়ামে ব্যানার নিয়ে বক্তৃতায় প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ইসরায়েলে জাহাজ যাওয়ার অনুমতি দেন ও নির্লজ্জভাবে একে বাণিজ্য বলেন...আপনি ইসরায়েলের সহযোগী।’ ব্যানারে লেখা ছিল, ‘খুনি ইসরায়েল; সহযোগী একেপি’।
২০২৪ সালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘আপনার হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে, আপনারা সহযোগী। ইসরায়েলের গাজায় নিক্ষেপ করা প্রত্যেক বোমার পেছনে আপনাদেরও অংশগ্রহণ আছে।’
বক্তৃতা শেষ করার পরই হাসান হঠাৎ করে পেছনের দিকে মেঝেতে পড়ে যান। অন্য সংসদ সদস্যরা দৌড়ে তাঁকে সাহায্য করতে যান।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, হাসপাতালে নেওয়ার পর এনজিওগ্রাফিতে দেখা যায়, তাঁর হৃৎপিণ্ডের দুটি মূল ধমনিই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

তুরস্কে সংসদে বক্তৃতা দেওয়ার সময় হার্ট অ্যাটাক করে মারা গেছেন তুর্কি বিরোধী দলীয় নেতা হাসান বিতমেজ। গতকাল বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী এ সংসদ সদস্যের মৃত্যু হয়। এর দুই দিন আগে সংসদে এক বক্তৃতায় ইসরায়েলের প্রতি সরকারের নীতি নিয়ে সমালোচনা করার সময় হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা সাংবাদিকদের বলেন, বিরোধী ফেলিসিটি (সাদেত) পার্টির সংসদ সদস্য হাসান বিতমেজ আঙ্কারা হাসপাতালে মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন হাসান। তিনি সেন্টার ফর ইসলামিক ইউনিয়ন রিসার্চের চেয়ারম্যান ছিলেন এবং এর আগেও তিনি বিভিন্ন বেসরকারি ইসলামি সংগঠনের হয়ে কাজ করেছেন। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে।
সংসদের সম্প্রচারে দেখা যায়, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংসদের সাধারণ অধিবেশনের সামনে পোডিয়ামে দাঁড়িয়ে থাকার সময় হাসান পড়ে যান।
তিনি গাজা–ইসরায়েল যুদ্ধের মধ্যেও ইসরায়েলের সঙ্গে তুরস্কের বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একে পার্টির (একেপি) সমালোচনা করেন। যদিও এরদোয়ান সরকার ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে।
হাসান পোডিয়ামে ব্যানার নিয়ে বক্তৃতায় প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ইসরায়েলে জাহাজ যাওয়ার অনুমতি দেন ও নির্লজ্জভাবে একে বাণিজ্য বলেন...আপনি ইসরায়েলের সহযোগী।’ ব্যানারে লেখা ছিল, ‘খুনি ইসরায়েল; সহযোগী একেপি’।
২০২৪ সালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘আপনার হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে, আপনারা সহযোগী। ইসরায়েলের গাজায় নিক্ষেপ করা প্রত্যেক বোমার পেছনে আপনাদেরও অংশগ্রহণ আছে।’
বক্তৃতা শেষ করার পরই হাসান হঠাৎ করে পেছনের দিকে মেঝেতে পড়ে যান। অন্য সংসদ সদস্যরা দৌড়ে তাঁকে সাহায্য করতে যান।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, হাসপাতালে নেওয়ার পর এনজিওগ্রাফিতে দেখা যায়, তাঁর হৃৎপিণ্ডের দুটি মূল ধমনিই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৭ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে