
আফগানিস্তানে নারীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দিয়েছে তালেবান। মঙ্গলবার দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে জানান, আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, ‘এই আদেশ এখন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় আফগানিস্তানে নারী শিক্ষার পথ আরও সংকুচিত হলো। আফগানিস্তানের বেশির ভাগ নারী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে আগেই বাদ পড়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আসায় এখন নারীর শিক্ষা হুমকিতে পড়ল।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। সমালোচনার জবাবে তালেবান বলেছে, ‘জাতীয় স্বার্থে’ এবং নারীদের ‘সম্মান’ রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালেবানের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
মঙ্গলবার সাংবাদিকদের ডুজারিক বলেন, ‘এটি পরিষ্কারভাবে তালেবানের আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ।’
কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, এই ঘোষণা শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েছেন।
তিন মাস আগে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে সময় নারীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে নারীরা কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন আর কোন বিষয়ে পারবেন না, সেটি জানিয়ে দেওয়া হয়। বিশেষভাবে নারীদের জন্য সাংবাদিকতার বিষয়ে বিধিনিষেধ জারি করা হয়। শুধু নারী ও বয়স্ক পুরুষ শিক্ষকের কাছেই নারী শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন বলে সে সময় বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘তালেবান নারীর ক্ষমতায়নকে ভয় পায়। তাঁরা আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করছে।’
উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে নারী শিক্ষার ওপর নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

আফগানিস্তানে নারীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দিয়েছে তালেবান। মঙ্গলবার দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে জানান, আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, ‘এই আদেশ এখন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় আফগানিস্তানে নারী শিক্ষার পথ আরও সংকুচিত হলো। আফগানিস্তানের বেশির ভাগ নারী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে আগেই বাদ পড়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আসায় এখন নারীর শিক্ষা হুমকিতে পড়ল।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। সমালোচনার জবাবে তালেবান বলেছে, ‘জাতীয় স্বার্থে’ এবং নারীদের ‘সম্মান’ রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালেবানের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
মঙ্গলবার সাংবাদিকদের ডুজারিক বলেন, ‘এটি পরিষ্কারভাবে তালেবানের আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ।’
কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, এই ঘোষণা শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েছেন।
তিন মাস আগে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে সময় নারীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে নারীরা কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন আর কোন বিষয়ে পারবেন না, সেটি জানিয়ে দেওয়া হয়। বিশেষভাবে নারীদের জন্য সাংবাদিকতার বিষয়ে বিধিনিষেধ জারি করা হয়। শুধু নারী ও বয়স্ক পুরুষ শিক্ষকের কাছেই নারী শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন বলে সে সময় বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘তালেবান নারীর ক্ষমতায়নকে ভয় পায়। তাঁরা আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করছে।’
উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে নারী শিক্ষার ওপর নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
১ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
১ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে