
সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের একটি পক্ষ। তবে এই পণ্য বর্জনের ঘোষণা দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়। আজ বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন ওই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, বাংলাদেশের ‘ভারত বর্জন’ কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর। তবে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সেক্টরে বিস্তৃত রয়েছে দুই দেশের ব্যাপক অংশীদারত্ব।
রণধীর বলেন, ‘আমি বলতে চাই, ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমাদের একটি ব্যাপক অংশীদারত্ব রয়েছে যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, কানেকটিভিটি এবং মানুষ থেকে মানুষে বিস্তৃত।’
মূলত বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে ভারতের মনোভব জানতে চাওয়া হয়েছিল রণধীরের কাছে। এ ধরনের কর্মসূচির ফলে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি-না সেই বিষয়টিও জানতে চাওয়া হয়। তবে সুনির্দিষ্টভাবে রপ্তানিতে প্রভাব পড়েছে কি-না সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি মুখপাত্র।
উল্লেখ্য, বিরোধীদের ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্তব্য করেন। তিনি এই কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিএনপি নেতাদের স্ত্রীদের ব্যবহৃত ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলার আহ্বান জানান।
শেখ হাসিনার ওই মন্তব্য নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করলেও দিল্লির কাছ থেকে আজ বৃহস্পতিবারের আগে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের একটি পক্ষ। তবে এই পণ্য বর্জনের ঘোষণা দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়। আজ বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন ওই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, বাংলাদেশের ‘ভারত বর্জন’ কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর। তবে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সেক্টরে বিস্তৃত রয়েছে দুই দেশের ব্যাপক অংশীদারত্ব।
রণধীর বলেন, ‘আমি বলতে চাই, ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমাদের একটি ব্যাপক অংশীদারত্ব রয়েছে যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, কানেকটিভিটি এবং মানুষ থেকে মানুষে বিস্তৃত।’
মূলত বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে ভারতের মনোভব জানতে চাওয়া হয়েছিল রণধীরের কাছে। এ ধরনের কর্মসূচির ফলে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি-না সেই বিষয়টিও জানতে চাওয়া হয়। তবে সুনির্দিষ্টভাবে রপ্তানিতে প্রভাব পড়েছে কি-না সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি মুখপাত্র।
উল্লেখ্য, বিরোধীদের ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্তব্য করেন। তিনি এই কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিএনপি নেতাদের স্ত্রীদের ব্যবহৃত ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলার আহ্বান জানান।
শেখ হাসিনার ওই মন্তব্য নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করলেও দিল্লির কাছ থেকে আজ বৃহস্পতিবারের আগে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
১০ ঘণ্টা আগে