
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসের শুরুর দিকে বলেছিলেন যে একটি শক্তিশালী দেশ তার সরকারকে উৎখাত করতে হুমকি দিচ্ছে। তখন ‘মুখ ফসকে’ তিনি যুক্তরাষ্ট্রের নাম বলেছিলেন। এবার তিনি সেই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করলেন, যিনি সেই হুমকির সঙ্গে জড়িত। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জড়িত ছিলেন বলে জানিয়েছেন ইমরান খান। গতকাল রোববার নিজ দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। তিনি বিরোধীদের দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন। ডোনাল্ড লু আসাদ মজিদকে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান খান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে।
ইমরান আরও বলেন, ‘পিটিআই ত্যাগ করা নেতারা মাঝে মাঝেই মার্কিন দূতাবাসে গেছেন—এমন তথ্য আমার কাছে রয়েছে। আমি অবাক হচ্ছি এই ভেবে, যারা আমাদের ছেড়ে গেছেন তারা গত কয়েক দিনে কেন ঘন ঘন মার্কিন দূতাবাসে যেতেন!’
তবে পাকিস্তানের সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
গতকাল ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসের শুরুর দিকে বলেছিলেন যে একটি শক্তিশালী দেশ তার সরকারকে উৎখাত করতে হুমকি দিচ্ছে। তখন ‘মুখ ফসকে’ তিনি যুক্তরাষ্ট্রের নাম বলেছিলেন। এবার তিনি সেই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করলেন, যিনি সেই হুমকির সঙ্গে জড়িত। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জড়িত ছিলেন বলে জানিয়েছেন ইমরান খান। গতকাল রোববার নিজ দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। তিনি বিরোধীদের দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন। ডোনাল্ড লু আসাদ মজিদকে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান খান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে।
ইমরান আরও বলেন, ‘পিটিআই ত্যাগ করা নেতারা মাঝে মাঝেই মার্কিন দূতাবাসে গেছেন—এমন তথ্য আমার কাছে রয়েছে। আমি অবাক হচ্ছি এই ভেবে, যারা আমাদের ছেড়ে গেছেন তারা গত কয়েক দিনে কেন ঘন ঘন মার্কিন দূতাবাসে যেতেন!’
তবে পাকিস্তানের সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
গতকাল ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৭ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে