
ভিক্ষাবৃত্তি অনেক দেশেই নিষিদ্ধ। কোনো কোনো দেশে ভিক্ষুকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও পরিচালনা করা হয়। সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন দেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তানি।
আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার প্রবাসী পাকিস্তানিদের জন্য নিবেদিত একটি স্থায়ী সিনেট কমিটিকে অবহিত করা হয় যে, পাকিস্তান থেকে বিদেশে পাড়ি জমানো ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এমনটি ঘটছে মূলত মানব পাচারের মধ্য দিয়ে।
দেশের বাইরে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকের বিষয়ে একটি আলোচনায় সিনেট প্যানেলের কাছে ভিক্ষুকদের বিষয়টি অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তান বংশোদ্ভূত।’
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক ভিক্ষুকই হজ কিংবা মাজার জিয়ারতের কারণ দেখিয়ে ভিসা সংগ্রহ করে সৌদি আরব, ইরান ও ইরাকে প্রবেশ করেন। এসব দেশে ভিক্ষুক ছাড়াও সম্প্রতি পুণ্যস্থানগুলোর আশপাশ থেকে গ্রেপ্তার করা পকেটমারদের বেশির ভাগই পাকিস্তানি।
জুলফিকার হায়দার জানান, কিছুদিন ধরে এ ধরনের প্রতারকেরা জাপানকে নতুন সহজ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।
দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী দক্ষ কর্মীদের প্রশংসা করে জুলফিকার জানান, সৌদি আরব বর্তমানে অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বেশি জোর দিয়েছে। আর পাকিস্তানে ৫০ হাজার ইঞ্জিনিয়ার বেকার বসে আছে।

ভিক্ষাবৃত্তি অনেক দেশেই নিষিদ্ধ। কোনো কোনো দেশে ভিক্ষুকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও পরিচালনা করা হয়। সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন দেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তানি।
আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার প্রবাসী পাকিস্তানিদের জন্য নিবেদিত একটি স্থায়ী সিনেট কমিটিকে অবহিত করা হয় যে, পাকিস্তান থেকে বিদেশে পাড়ি জমানো ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এমনটি ঘটছে মূলত মানব পাচারের মধ্য দিয়ে।
দেশের বাইরে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকের বিষয়ে একটি আলোচনায় সিনেট প্যানেলের কাছে ভিক্ষুকদের বিষয়টি অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তান বংশোদ্ভূত।’
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক ভিক্ষুকই হজ কিংবা মাজার জিয়ারতের কারণ দেখিয়ে ভিসা সংগ্রহ করে সৌদি আরব, ইরান ও ইরাকে প্রবেশ করেন। এসব দেশে ভিক্ষুক ছাড়াও সম্প্রতি পুণ্যস্থানগুলোর আশপাশ থেকে গ্রেপ্তার করা পকেটমারদের বেশির ভাগই পাকিস্তানি।
জুলফিকার হায়দার জানান, কিছুদিন ধরে এ ধরনের প্রতারকেরা জাপানকে নতুন সহজ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।
দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী দক্ষ কর্মীদের প্রশংসা করে জুলফিকার জানান, সৌদি আরব বর্তমানে অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বেশি জোর দিয়েছে। আর পাকিস্তানে ৫০ হাজার ইঞ্জিনিয়ার বেকার বসে আছে।

ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে উত্তর আটলান্টিক মহাসাগরের এই বিশাল দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রয়োজন বলে দাবি করেছে
৭ মিনিট আগে
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকে
৪০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
৪ ঘণ্টা আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১৪ ঘণ্টা আগে