
মিয়ানমারে গত শুক্রবার সেনাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ওই সময় নিহতদের মরদেহ ফেরত পেতে স্বজনদের টাকা খরচ করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা।
মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানায়, গত শুক্রবার ইয়াঙ্গুনের কাছের বাগো শহরে বিক্ষোভকারীদের আটকে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখন সেনাদের হামলায় অন্তত ৮২ জন বিক্ষোভকারী নিহত হন।
সংগঠনটি আরও জানায়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়ার বিক্ষোভে এখন পর্যন্ত ৭০০ জনের বেশি বেসামরিক মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। এছাড়া সেনাশাসনবিরোধী বিক্ষোভের জেরে তিন হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। গত শুক্রবার বাগোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অ্যাসল্ট রাইফেল, রকেটচালিত গ্রেনেড ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানায় এএপিপি।
শহরটিতে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, রক্তক্ষয়ী অভিযানের পর শহর থেকে অনেক অধিবাসী পালিয়ে আশপাশের গ্রামগুলোতে আশ্রয় নিচ্ছেন। নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় তৎপরতা ও তল্লাশি চালাচ্ছে। শুক্রবার থেকে শহরে ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন।
বাগো ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়ন এক ফেসবুক পোস্টে বলা হয়, শুক্রবার যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য অর্থ আদায় করছে সেনারা। প্রতিটি মরদেহের জন্য ১ লাখ ২০ হাজার মিয়ানমার কিয়াত বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ১৯০ টাকা আদায় করা হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বন্দি করা হয় অং সান সু চিসহ তার দলের কয়েক হাজার কর্মী-সদস্য-সমর্থকদের। এরপর থেকে মিয়ানমার শুরু হওয়া সেনাবিরোধী আন্দোলনে ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।

মিয়ানমারে গত শুক্রবার সেনাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ওই সময় নিহতদের মরদেহ ফেরত পেতে স্বজনদের টাকা খরচ করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা।
মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানায়, গত শুক্রবার ইয়াঙ্গুনের কাছের বাগো শহরে বিক্ষোভকারীদের আটকে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখন সেনাদের হামলায় অন্তত ৮২ জন বিক্ষোভকারী নিহত হন।
সংগঠনটি আরও জানায়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়ার বিক্ষোভে এখন পর্যন্ত ৭০০ জনের বেশি বেসামরিক মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। এছাড়া সেনাশাসনবিরোধী বিক্ষোভের জেরে তিন হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। গত শুক্রবার বাগোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অ্যাসল্ট রাইফেল, রকেটচালিত গ্রেনেড ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানায় এএপিপি।
শহরটিতে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, রক্তক্ষয়ী অভিযানের পর শহর থেকে অনেক অধিবাসী পালিয়ে আশপাশের গ্রামগুলোতে আশ্রয় নিচ্ছেন। নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় তৎপরতা ও তল্লাশি চালাচ্ছে। শুক্রবার থেকে শহরে ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন।
বাগো ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়ন এক ফেসবুক পোস্টে বলা হয়, শুক্রবার যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য অর্থ আদায় করছে সেনারা। প্রতিটি মরদেহের জন্য ১ লাখ ২০ হাজার মিয়ানমার কিয়াত বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ১৯০ টাকা আদায় করা হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বন্দি করা হয় অং সান সু চিসহ তার দলের কয়েক হাজার কর্মী-সদস্য-সমর্থকদের। এরপর থেকে মিয়ানমার শুরু হওয়া সেনাবিরোধী আন্দোলনে ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৬ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৮ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৮ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৯ ঘণ্টা আগে