
মেয়াদ শেষ হওয়ার পরও পদ দখলে রাখায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে নির্ধারিত দায়িত্বপালন বন্ধ রাখার আদেশ দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। তাঁর আট বছরের মেয়াদের সময় পেরিয়ে যাওয়ার পরও দায়িত্ব পালন করে যাওয়ায় তাঁর বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় আজ বুধবার এই আদেশ দেওয়া হয়। আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে ১৫ দিন সময় পাবেন প্রায়ুথ। সংবিধান অনুযায়ী থাইল্যান্ডে আট বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না। তবে প্রায়ুথ ২০১৪ সাল থেকেই কৌশলে নিজ ক্ষমতা ধরে রেখেছেন।
আদালত এক বিবৃতিতে জানিয়েছে, আদালত বিরোধীদের আবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র বিবেচনা করে দেখেতে পেয়েছে যে, পিটিশনে যেসব তথ্য দেওয়া হয়েছে সেই অনুসারে তদন্ত করতে হবে। এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রায়ুথের স্থগিতাদেশ আগামী ২৪ আগস্ট (আজ) থেকেই কার্যকর হবে। তবে আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় কবে দেবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হলেও বর্তমান মন্ত্রিসভাই দেশটির কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বিশ্বানু ক্রি নাম। তিনি বলেছেন, ‘চলতি মন্ত্রিসভাই দায়িত্ব পালন করে যাবে। কারণ, জেনারেল প্রায়ুথকে বরখাস্ত নয়, দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’
থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রধানমন্ত্রী হন সে সময়কার সেনাপ্রধান প্রায়ুথ। পরে ২০১৯ সালে এক বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি তার সামরিক জান্তার অধীনে। ক্ষমতা দখলের সময় থেকেই প্রায়ুথের বিরুদ্ধে আন্দোলন চলছে।

মেয়াদ শেষ হওয়ার পরও পদ দখলে রাখায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে নির্ধারিত দায়িত্বপালন বন্ধ রাখার আদেশ দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। তাঁর আট বছরের মেয়াদের সময় পেরিয়ে যাওয়ার পরও দায়িত্ব পালন করে যাওয়ায় তাঁর বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় আজ বুধবার এই আদেশ দেওয়া হয়। আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে ১৫ দিন সময় পাবেন প্রায়ুথ। সংবিধান অনুযায়ী থাইল্যান্ডে আট বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না। তবে প্রায়ুথ ২০১৪ সাল থেকেই কৌশলে নিজ ক্ষমতা ধরে রেখেছেন।
আদালত এক বিবৃতিতে জানিয়েছে, আদালত বিরোধীদের আবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র বিবেচনা করে দেখেতে পেয়েছে যে, পিটিশনে যেসব তথ্য দেওয়া হয়েছে সেই অনুসারে তদন্ত করতে হবে। এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রায়ুথের স্থগিতাদেশ আগামী ২৪ আগস্ট (আজ) থেকেই কার্যকর হবে। তবে আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় কবে দেবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হলেও বর্তমান মন্ত্রিসভাই দেশটির কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বিশ্বানু ক্রি নাম। তিনি বলেছেন, ‘চলতি মন্ত্রিসভাই দায়িত্ব পালন করে যাবে। কারণ, জেনারেল প্রায়ুথকে বরখাস্ত নয়, দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’
থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রধানমন্ত্রী হন সে সময়কার সেনাপ্রধান প্রায়ুথ। পরে ২০১৯ সালে এক বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি তার সামরিক জান্তার অধীনে। ক্ষমতা দখলের সময় থেকেই প্রায়ুথের বিরুদ্ধে আন্দোলন চলছে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে