
ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ১০ লাখ টন পরমাণু চল্লিতে ব্যবহৃত পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। আজ মঙ্গলবার জাপান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে ।
এ নিয়ে জাপানকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন এবং দক্ষিণ কোরিয়া। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে করছেন বিশেষজ্ঞরাও।
জাপান বলছে, পারমাণবিক চুল্লি ঠান্ডা রাখার জন্য যে পানি ব্যবহার করা হয় সেগুলোর নির্গমন প্রক্রিয়া শুরু হবে আগামী দুই বছরের মধ্যে শুরু হবে । আর পুরো প্রক্রিয়া শেষ হতে লেগে যাবে কয়েক দশক।
বিষয়টি দেখভাল করবে পারমাণবিক শক্তি কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেক্ট্রিক পাওয়ার।
জাপান সরকারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, পারমণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানি থেকে সব দূষিত উপাদান অপসারণের পরই সেগুলোকে সাগরে ফেলা হবে। জাপানের এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (আইএইএ)।
সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিন গ্রোসি বলেন, সাগরে এমন পানি ফেলার ঘটনা নতুন। এখানে সমস্যা কিছু নেই।
এদিকে, জাপানের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপান দূতাবাসের সামনে প্রতিবাদ করেছেন কিছু মানুষ। তারা জাপানের এ সিদ্ধান্তকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাপান।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী গৃহিত পারমাণবিক সুরক্ষা মান অনুসারে এই পদ্ধতি গ্রহণ করেছে জাপান।

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ১০ লাখ টন পরমাণু চল্লিতে ব্যবহৃত পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। আজ মঙ্গলবার জাপান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে ।
এ নিয়ে জাপানকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন এবং দক্ষিণ কোরিয়া। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে করছেন বিশেষজ্ঞরাও।
জাপান বলছে, পারমাণবিক চুল্লি ঠান্ডা রাখার জন্য যে পানি ব্যবহার করা হয় সেগুলোর নির্গমন প্রক্রিয়া শুরু হবে আগামী দুই বছরের মধ্যে শুরু হবে । আর পুরো প্রক্রিয়া শেষ হতে লেগে যাবে কয়েক দশক।
বিষয়টি দেখভাল করবে পারমাণবিক শক্তি কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেক্ট্রিক পাওয়ার।
জাপান সরকারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, পারমণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানি থেকে সব দূষিত উপাদান অপসারণের পরই সেগুলোকে সাগরে ফেলা হবে। জাপানের এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (আইএইএ)।
সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিন গ্রোসি বলেন, সাগরে এমন পানি ফেলার ঘটনা নতুন। এখানে সমস্যা কিছু নেই।
এদিকে, জাপানের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপান দূতাবাসের সামনে প্রতিবাদ করেছেন কিছু মানুষ। তারা জাপানের এ সিদ্ধান্তকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাপান।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী গৃহিত পারমাণবিক সুরক্ষা মান অনুসারে এই পদ্ধতি গ্রহণ করেছে জাপান।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৭ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৯ ঘণ্টা আগে