
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু জনগণের অধিকার সমুন্নত রাখতে বলেছে। দেশটিতে ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের ক্ষমতা গ্রহণের এক বছরপূর্তিতে এ আহ্বান জানাল ইইউ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তি হয়েছে। এক বছর আগে বিশৃঙ্খল পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই সময়ে ক্ষমতাগ্রহণ করে তালেবান। তখন অনেকেই আশা করেছিলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু গত এক বছরে ক্ষুধা, দারিদ্র্য, অপুষ্টি ও নারী স্বাধীনতা সংকুচিত হওয়ার মধ্য দিয়ে দেশটির ভবিষ্যৎ আরও বিপর্যস্ত হয়েছে।
কট্টরপন্থী তালেবানরা যখন মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী ও তাদের আফগান মিত্রদের বিরুদ্ধে লড়াই করছিল, তখনকার নিরাপত্তা পরিস্থিতির চেয়ে এখনকার পরিস্থিতি কিছুটা নিরাপদ হলেও দেশটির ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে। কারণ বিদেশি সরকারগুলো তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি। ফলে দেশটি আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পেড়েছে।
যেসব বিদেশি উন্নয়ন সহায়তার ওপর আফগানিস্তান নির্ভরশীল ছিল, সেসব সহায়তা তুলে নেওয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, তালেবান সরকার নারীদের শিক্ষা ও কর্মের অধিকার হ্রাস করেছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, ‘তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক বছর পর মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন বেড়েছে। বিশেষ করে নারী, মেয়ে ও সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হয়েছে সবচেয়ে বেশি। আমি তালেবানর সরকারের প্রতি এসব অগ্রহণযোগ্য সিদ্ধান্ত ও আচরণ পরিবর্তন করার আহ্বান জানাই।’
আফগানিস্তানের প্রায় ২৫ লাখ মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বাস করছেন। জাতিসংঘ অনুমান করছে, দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়ায় ৯ লাখ মানুষ চাকরি হারাতে পারে।
আফগানিস্তানের জাতিসংঘ মিশন জানিয়েছে, তালেবান ক্ষমতারোহণের পর দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে। সুশীল সমাজের অনেক ব্যক্তি দেশ ছেড়ে গেছেন। ভিন্নমত দমনের অংশ হিসেবে অনেক মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে তালেবান সরকার।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু জনগণের অধিকার সমুন্নত রাখতে বলেছে। দেশটিতে ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের ক্ষমতা গ্রহণের এক বছরপূর্তিতে এ আহ্বান জানাল ইইউ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তি হয়েছে। এক বছর আগে বিশৃঙ্খল পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই সময়ে ক্ষমতাগ্রহণ করে তালেবান। তখন অনেকেই আশা করেছিলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু গত এক বছরে ক্ষুধা, দারিদ্র্য, অপুষ্টি ও নারী স্বাধীনতা সংকুচিত হওয়ার মধ্য দিয়ে দেশটির ভবিষ্যৎ আরও বিপর্যস্ত হয়েছে।
কট্টরপন্থী তালেবানরা যখন মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী ও তাদের আফগান মিত্রদের বিরুদ্ধে লড়াই করছিল, তখনকার নিরাপত্তা পরিস্থিতির চেয়ে এখনকার পরিস্থিতি কিছুটা নিরাপদ হলেও দেশটির ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে। কারণ বিদেশি সরকারগুলো তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি। ফলে দেশটি আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পেড়েছে।
যেসব বিদেশি উন্নয়ন সহায়তার ওপর আফগানিস্তান নির্ভরশীল ছিল, সেসব সহায়তা তুলে নেওয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, তালেবান সরকার নারীদের শিক্ষা ও কর্মের অধিকার হ্রাস করেছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, ‘তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক বছর পর মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন বেড়েছে। বিশেষ করে নারী, মেয়ে ও সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হয়েছে সবচেয়ে বেশি। আমি তালেবানর সরকারের প্রতি এসব অগ্রহণযোগ্য সিদ্ধান্ত ও আচরণ পরিবর্তন করার আহ্বান জানাই।’
আফগানিস্তানের প্রায় ২৫ লাখ মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বাস করছেন। জাতিসংঘ অনুমান করছে, দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়ায় ৯ লাখ মানুষ চাকরি হারাতে পারে।
আফগানিস্তানের জাতিসংঘ মিশন জানিয়েছে, তালেবান ক্ষমতারোহণের পর দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে। সুশীল সমাজের অনেক ব্যক্তি দেশ ছেড়ে গেছেন। ভিন্নমত দমনের অংশ হিসেবে অনেক মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে তালেবান সরকার।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১১ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১৩ ঘণ্টা আগে