
মিয়ানমারের জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টার দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি গতকাল শনিবার ঘোষণা করেছে, তারা আরাকান রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে ৩১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আন টাউনশিপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে শুক্রবার কেন্দ্রীয় আরাকানে জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক সামরিক কমান্ড সদর দপ্তরের নিয়ন্ত্রণও নেয় আরাকান আর্মি।
আরাকান আর্মির একটি ঘনিষ্ঠ সূত্র ডেমোক্রেটিক ভয়েস অব বার্মাকে (ডিভিবি) নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এএ পুরো সদর দপ্তর দখল করেছে।’ এ সময় আরাকান আর্মি বেশ কয়েকজন জান্তা কর্মকর্তাকেও আটক করে। তারা আটক হওয়া শীর্ষ কর্মকর্তাদের—যাঁদের মধ্যে আঞ্চলিক হেডকোয়ার্টারের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল থাউং তুন এবং কিয়াও কিয়াও থান অন্তর্ভুক্ত—ছবি প্রকাশ করেছে।
এদিকে, গতকাল শনিবার এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ‘এই সাফল্য কেবল আরাকান আর্মির প্রচেষ্টার কারণে নয়, বরং পুরো আরাকানবাসীর সমর্থন, মিত্র গোষ্ঠীগুলোর সহযোগিতা এবং কিছু অজ্ঞাত বন্ধুদের সহায়তার জন্য সম্ভব হয়েছে। আমরা সংশ্লিষ্ট সব ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’
সামরিক বাহিনীর কাছ থেকে আনটাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর আরাকান আর্মি এখন আরাকানের ১৪টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে আরাকানের—পায়েকতাউ, মিনব্যা, ম্রউক-উ, কিয়াকতাউ, মিয়েবন, পন্নাগিউন, রামরি, রথিডং, বুথিডং, থানদে, টাউংগুপ, মংডু এবং চিনল্যান্ডের পালেতওয়া।
আরাকান আর্মি আরাকানের দক্ষিণে গাওয়া টাউনশিপে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। প্রতিবেশী আয়েরাওয়াদ্দি অঞ্চলের শাসন কর্তৃপক্ষ গাওয়া টাউনশিপের বাসিন্দাদের, যারা সংঘর্ষের কারণে ঘরছাড়া হয়ে চেউংথা এবং শ্বেতাউংইয়ান শহরে আশ্রয় নিয়েছে। আরাকান আর্মি আজ রোববারের মধ্যে তাদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আরাকান আর্মি আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে ২০২৩ সালের ১৩ নভেম্বর আরাকানকে জান্তা বাহিনীর শাসন থেকে মুক্ত করার জন্য আক্রমণ চালানোর পর এএ—এর দখলের বাইরে আছে মাত্র চারটি শহর—সিতওয়ে, কায়াকপায়ু, গাওয়া এবং মুনাউং।

মিয়ানমারের জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টার দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি গতকাল শনিবার ঘোষণা করেছে, তারা আরাকান রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে ৩১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আন টাউনশিপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে শুক্রবার কেন্দ্রীয় আরাকানে জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক সামরিক কমান্ড সদর দপ্তরের নিয়ন্ত্রণও নেয় আরাকান আর্মি।
আরাকান আর্মির একটি ঘনিষ্ঠ সূত্র ডেমোক্রেটিক ভয়েস অব বার্মাকে (ডিভিবি) নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এএ পুরো সদর দপ্তর দখল করেছে।’ এ সময় আরাকান আর্মি বেশ কয়েকজন জান্তা কর্মকর্তাকেও আটক করে। তারা আটক হওয়া শীর্ষ কর্মকর্তাদের—যাঁদের মধ্যে আঞ্চলিক হেডকোয়ার্টারের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল থাউং তুন এবং কিয়াও কিয়াও থান অন্তর্ভুক্ত—ছবি প্রকাশ করেছে।
এদিকে, গতকাল শনিবার এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ‘এই সাফল্য কেবল আরাকান আর্মির প্রচেষ্টার কারণে নয়, বরং পুরো আরাকানবাসীর সমর্থন, মিত্র গোষ্ঠীগুলোর সহযোগিতা এবং কিছু অজ্ঞাত বন্ধুদের সহায়তার জন্য সম্ভব হয়েছে। আমরা সংশ্লিষ্ট সব ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’
সামরিক বাহিনীর কাছ থেকে আনটাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর আরাকান আর্মি এখন আরাকানের ১৪টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে আরাকানের—পায়েকতাউ, মিনব্যা, ম্রউক-উ, কিয়াকতাউ, মিয়েবন, পন্নাগিউন, রামরি, রথিডং, বুথিডং, থানদে, টাউংগুপ, মংডু এবং চিনল্যান্ডের পালেতওয়া।
আরাকান আর্মি আরাকানের দক্ষিণে গাওয়া টাউনশিপে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। প্রতিবেশী আয়েরাওয়াদ্দি অঞ্চলের শাসন কর্তৃপক্ষ গাওয়া টাউনশিপের বাসিন্দাদের, যারা সংঘর্ষের কারণে ঘরছাড়া হয়ে চেউংথা এবং শ্বেতাউংইয়ান শহরে আশ্রয় নিয়েছে। আরাকান আর্মি আজ রোববারের মধ্যে তাদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আরাকান আর্মি আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে ২০২৩ সালের ১৩ নভেম্বর আরাকানকে জান্তা বাহিনীর শাসন থেকে মুক্ত করার জন্য আক্রমণ চালানোর পর এএ—এর দখলের বাইরে আছে মাত্র চারটি শহর—সিতওয়ে, কায়াকপায়ু, গাওয়া এবং মুনাউং।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে