
ঢাকা: করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে ফিলিপাইন সরকার। করোনার টিকা না নিলে নাগরিকদের কারাগারে পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগো দুতার্তে বলেন, ‘আপনি নিজেই বেছে নিন। আপনি কী টিকা নেবেন নাকি আমি আপনাকে (টিকা নিতে না চাওয়া ব্যক্তি) কারাগারে পাঠাব।’
যারা টিকা নিচ্ছেন না তাঁদের নির্বোধ বলেও অভিহিত করেছেন তিনি। এছাড়া টিকা নিতে না চাইলে দেশত্যাগ করে ভারত অথবা যুক্তরাষ্ট্রে চলে যেতেও বলেছেন।
এর আগে করোনা মহামারির মধ্যে যারা লকডাউনের বিধি-নিষেধ অমান্য করছেন তাঁদের গুলি করে মারার ঘোষণা দিয়েছিলেন দুতার্তে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাস থেকে ফিলিপাইনে টিকা কার্যক্রম শুরু হয়। কিন্তু দেশটির টিকা কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি খুবই কম।
উল্লেখ্য, ফিলিপাইনের মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি। সোমবার পর্যন্ত ভ্যাকসিন ট্র্যাকার জানিয়েছে, মাত্র ১ দশমিক ৯৫ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকা নিয়েছেন।
তবে সরকারি তথ্য অনুযায়ী, ৮৪ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন কমপক্ষে ৬২ লাখ মানুষ। ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন ২১ লাখ ৫ হাজার মানুষ।
সোমবার ফিলিপাইনের সরকার জানিয়েছে, এ পর্যন্ত ফিলিপাইনের ১৩ লাখ মানুষ করোনা শনাক্ত হয়েছেন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৬ হাজার। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ৭০০ জন।

ঢাকা: করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে ফিলিপাইন সরকার। করোনার টিকা না নিলে নাগরিকদের কারাগারে পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগো দুতার্তে বলেন, ‘আপনি নিজেই বেছে নিন। আপনি কী টিকা নেবেন নাকি আমি আপনাকে (টিকা নিতে না চাওয়া ব্যক্তি) কারাগারে পাঠাব।’
যারা টিকা নিচ্ছেন না তাঁদের নির্বোধ বলেও অভিহিত করেছেন তিনি। এছাড়া টিকা নিতে না চাইলে দেশত্যাগ করে ভারত অথবা যুক্তরাষ্ট্রে চলে যেতেও বলেছেন।
এর আগে করোনা মহামারির মধ্যে যারা লকডাউনের বিধি-নিষেধ অমান্য করছেন তাঁদের গুলি করে মারার ঘোষণা দিয়েছিলেন দুতার্তে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাস থেকে ফিলিপাইনে টিকা কার্যক্রম শুরু হয়। কিন্তু দেশটির টিকা কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি খুবই কম।
উল্লেখ্য, ফিলিপাইনের মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি। সোমবার পর্যন্ত ভ্যাকসিন ট্র্যাকার জানিয়েছে, মাত্র ১ দশমিক ৯৫ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকা নিয়েছেন।
তবে সরকারি তথ্য অনুযায়ী, ৮৪ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন কমপক্ষে ৬২ লাখ মানুষ। ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন ২১ লাখ ৫ হাজার মানুষ।
সোমবার ফিলিপাইনের সরকার জানিয়েছে, এ পর্যন্ত ফিলিপাইনের ১৩ লাখ মানুষ করোনা শনাক্ত হয়েছেন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৬ হাজার। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ৭০০ জন।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার তুর্ক। আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, টানা ১৩ দিন ধরে চলা এই বিক্ষোভে প্রাণহানি ও সম্পত্তি ধ্বংসের খবর তাঁকে গভীরভাবে বিচলিত করেছে।
৪৪ মিনিট আগে
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে ফারদিস এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একাধিক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে ‘ওলিনা’ নামের আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের...
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) ইরানের জাতীয় পতাকার ইমোজিতে পরিবর্তন আনতে যাচ্ছে। প্ল্যাটফর্মটির প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার আজ শুক্রবার জানান, ইরানের বর্তমান পতাকার পরিবর্তে ঐতিহাসিক ‘সিংহ ও সূর্য’ প্রতীক যুক্ত করা হবে।
২ ঘণ্টা আগে