
চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। সবশেষ স্থানীয় সময় বুধবার সকালে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে বিবিসি জানায়, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার পরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। সফরকালে উত্তর কোরিয়াকে ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন বাইডেন।
এদিকে জাপান জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এই সংখ্যা দুইয়ের বেশিও হতে পারে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে প্রথমটি ৫৫০ কিলোমিটারের মতো উচ্চতায় উঠে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর দ্বিতীয়টি সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় উঠে পাড়ি দিয়েছে প্রায় ৭৫০ কিলোমিটার।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও জাপানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তিকে হুমকিতে ফেলবে’।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষদের ডাকা এক বৈঠকে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টা পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পাঁচ দিনের এই সফরে বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ায় যান। বাইডেনের সফরকালেই পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় দুই দেশের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাবে বৃহত্তর সামরিক মহড়া এবং প্রয়োজন পড়লে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও কৌশলগত সম্পদ মোতায়েনের ব্যাপারে সম্মত হন। ‘উত্তর কোরিয়া যা-ই করুক, যুক্তরাষ্ট্র তার জন্য প্রস্তুত’ বলেও জানান বাইডেন।
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া এমন এক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল, যখন মনে করা হচ্ছে দেশটিতে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আর এই করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে পিয়ংইয়ং।

চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। সবশেষ স্থানীয় সময় বুধবার সকালে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে বিবিসি জানায়, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার পরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। সফরকালে উত্তর কোরিয়াকে ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন বাইডেন।
এদিকে জাপান জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এই সংখ্যা দুইয়ের বেশিও হতে পারে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে প্রথমটি ৫৫০ কিলোমিটারের মতো উচ্চতায় উঠে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর দ্বিতীয়টি সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় উঠে পাড়ি দিয়েছে প্রায় ৭৫০ কিলোমিটার।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও জাপানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তিকে হুমকিতে ফেলবে’।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষদের ডাকা এক বৈঠকে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টা পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পাঁচ দিনের এই সফরে বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ায় যান। বাইডেনের সফরকালেই পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় দুই দেশের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাবে বৃহত্তর সামরিক মহড়া এবং প্রয়োজন পড়লে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও কৌশলগত সম্পদ মোতায়েনের ব্যাপারে সম্মত হন। ‘উত্তর কোরিয়া যা-ই করুক, যুক্তরাষ্ট্র তার জন্য প্রস্তুত’ বলেও জানান বাইডেন।
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া এমন এক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল, যখন মনে করা হচ্ছে দেশটিতে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আর এই করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে পিয়ংইয়ং।

আফগানিস্তানে দীর্ঘ খরা শেষে ভারী বৃষ্টি আর তুষারপাত শুরু হয়েছে। এই বৃষ্টি কিছু স্বস্তি দিলেও সেই স্বস্তি দ্রুতই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ কর’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
২ ঘণ্টা আগে
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১২ ঘণ্টা আগে