
তাইওয়ানের বিগত ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে আজ বুধবার। দক্ষিণ চীন সাগরে অবস্থিতি এই দ্বীপদেশ ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা নামিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তাইওয়ানের পূর্ব উপকূলের কাছের হুয়ালিয়েন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে মাত্র সাড়ে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এই ভূমিকম্প অনুভূত হয়েছে জাপান ও ফিলিপাইন থেকেও।
স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থলে নিকটবর্তী অঞ্চল হুয়ালিয়েনের জনবহুল পূর্ব কাউন্টিতে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবনের ফুটেজ দেখিয়েছে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের নিচে কিছু লোক আটকা পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যু বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ওয়াকিনাওয়ার দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ছোট সুনামি তরঙ্গ আছড়ে পড়েছে। অবশ্য দেশটির দাবি, রিখটার স্কেলে তাইওয়ানে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭। অন্যদিকে, ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি বেশ কয়েকটি প্রদেশের উপকূলীয় বাসিন্দাদের জন্য একটি সতর্কতা জারি করেছে।
তাইপেইয়ের সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন-ফু সাংবাদিকদের বলেন, ‘আজ বুধবার সকালে তাইওয়ানের পূর্ব দিকে যে ভূমিকম্পটি আঘাত হানে, তা ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’ এ সময় তিনি দ্বীপদেশটিতে সংঘটিত ১৯৯৯ সালের একটি ভূমিকম্পের কথা উল্লেখ করেন।
উ চিয়েন-ফু আরও বলেন, ‘ভূমিকম্পটি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ও বেশ অগভীরে উৎপন্ন হয়েছে। এটি সমগ্র তাইওয়ান ও উপকূলীয় দ্বীপপুঞ্জগুলোতেও অনুভূত হয়েছে...১৯৯৯ সালের ভূমিকম্পের পর এটি বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’ উল্লেখ্য, সে বছর ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ জন মারা গিয়েছিল।

তাইওয়ানের বিগত ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে আজ বুধবার। দক্ষিণ চীন সাগরে অবস্থিতি এই দ্বীপদেশ ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা নামিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তাইওয়ানের পূর্ব উপকূলের কাছের হুয়ালিয়েন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে মাত্র সাড়ে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এই ভূমিকম্প অনুভূত হয়েছে জাপান ও ফিলিপাইন থেকেও।
স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থলে নিকটবর্তী অঞ্চল হুয়ালিয়েনের জনবহুল পূর্ব কাউন্টিতে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবনের ফুটেজ দেখিয়েছে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের নিচে কিছু লোক আটকা পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যু বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ওয়াকিনাওয়ার দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ছোট সুনামি তরঙ্গ আছড়ে পড়েছে। অবশ্য দেশটির দাবি, রিখটার স্কেলে তাইওয়ানে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭। অন্যদিকে, ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি বেশ কয়েকটি প্রদেশের উপকূলীয় বাসিন্দাদের জন্য একটি সতর্কতা জারি করেছে।
তাইপেইয়ের সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন-ফু সাংবাদিকদের বলেন, ‘আজ বুধবার সকালে তাইওয়ানের পূর্ব দিকে যে ভূমিকম্পটি আঘাত হানে, তা ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’ এ সময় তিনি দ্বীপদেশটিতে সংঘটিত ১৯৯৯ সালের একটি ভূমিকম্পের কথা উল্লেখ করেন।
উ চিয়েন-ফু আরও বলেন, ‘ভূমিকম্পটি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ও বেশ অগভীরে উৎপন্ন হয়েছে। এটি সমগ্র তাইওয়ান ও উপকূলীয় দ্বীপপুঞ্জগুলোতেও অনুভূত হয়েছে...১৯৯৯ সালের ভূমিকম্পের পর এটি বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’ উল্লেখ্য, সে বছর ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ জন মারা গিয়েছিল।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে