
ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের সিয়ালকোটে শ্রীলঙ্কার এক নাগরিককে গণপিটুনি দিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পাকিস্তানি পত্রিকা ডনের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, প্রিয়ানথা কুমারা নামে ওই শ্রীলঙ্কার নাগরিক ওয়াজিরাবাদ সড়কের একটি কারখানার ম্যানেজার ছিলেন। গতকাল শুক্রবার তাঁকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে অংশ নেয় কারখানার শ্রমিক এবং সাধারণ জনতা।
এ ঘটনায় এরই মধ্যে ১১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে প্রধান অভিযুক্তদের ১৩ জনও আছেন। সরকার ও মানবাধিকার সংস্থাগুলো থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
আজ শনিবার হত্যাকাণ্ডের সময়কার একটি ভিডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে ডন। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ওয়াজিরাবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। ক্রমেই সেই বিক্ষোভে যোগ দেয় কারখানার শ্রমিক এবং সাধারণ মানুষ। ওই ব্যক্তি দৌড়ে কারখানার ছাদে গিয়ে আশ্রয় নেন।
গণপিটুনি শুরুর আগের ফুটেজে দেখা যাচ্ছে, কারখানার ছাদে ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করছেন তাঁর এক সহকর্মী। তিনি তখন সহকর্মীর পা জাপটে ধরে ছিলেন। একপর্যায়ে কারখানার শ্রমিকেরা তাঁকে ছিনিয়ে নিয়ে টেনেহিঁচড়ে নিচে নামায়। ওই সময় জনতাকে স্লোগান দিতে শোনা যায়, ‘আজ সে আর পালাতে পারবে না’।
রাস্তায় নামিয়ে আনার পরই শুরু হয় এলোপাতাড়ি মারপিট। পাথর, কিল, ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে পেটাতে থাকে জনতা। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, প্রিয়ানথা কুমারা একজন খ্রিষ্টান। ১০ বছর ধরে পাকিস্তানে রাজকো ইন্ডাস্ট্রিজে তিনি চাকরি করছেন।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের সিয়ালকোটে শ্রীলঙ্কার এক নাগরিককে গণপিটুনি দিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পাকিস্তানি পত্রিকা ডনের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, প্রিয়ানথা কুমারা নামে ওই শ্রীলঙ্কার নাগরিক ওয়াজিরাবাদ সড়কের একটি কারখানার ম্যানেজার ছিলেন। গতকাল শুক্রবার তাঁকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে অংশ নেয় কারখানার শ্রমিক এবং সাধারণ জনতা।
এ ঘটনায় এরই মধ্যে ১১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে প্রধান অভিযুক্তদের ১৩ জনও আছেন। সরকার ও মানবাধিকার সংস্থাগুলো থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
আজ শনিবার হত্যাকাণ্ডের সময়কার একটি ভিডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে ডন। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ওয়াজিরাবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। ক্রমেই সেই বিক্ষোভে যোগ দেয় কারখানার শ্রমিক এবং সাধারণ মানুষ। ওই ব্যক্তি দৌড়ে কারখানার ছাদে গিয়ে আশ্রয় নেন।
গণপিটুনি শুরুর আগের ফুটেজে দেখা যাচ্ছে, কারখানার ছাদে ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করছেন তাঁর এক সহকর্মী। তিনি তখন সহকর্মীর পা জাপটে ধরে ছিলেন। একপর্যায়ে কারখানার শ্রমিকেরা তাঁকে ছিনিয়ে নিয়ে টেনেহিঁচড়ে নিচে নামায়। ওই সময় জনতাকে স্লোগান দিতে শোনা যায়, ‘আজ সে আর পালাতে পারবে না’।
রাস্তায় নামিয়ে আনার পরই শুরু হয় এলোপাতাড়ি মারপিট। পাথর, কিল, ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে পেটাতে থাকে জনতা। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, প্রিয়ানথা কুমারা একজন খ্রিষ্টান। ১০ বছর ধরে পাকিস্তানে রাজকো ইন্ডাস্ট্রিজে তিনি চাকরি করছেন।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৪ ঘণ্টা আগে