
ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।

ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
১১ ঘণ্টা আগে