
মিয়ানমারের পূর্বাঞ্চলের কায়াহ প্রদেশে ৩০ জনের বেশি মানুষকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দিয়েছে দেশটির জান্তা বাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধরাও রয়েছেন। গতকাল শুক্রবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা, গণমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আজ শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ঘটনাটি জানানো হয়েছে।
কায়াহ প্রদেশের মানবাধিকার সংস্থা কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ বলছে, তারা শনিবার প্রুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী, শিশুসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পোড়া মৃতদেহ দেখতে পেয়েছে।
মানবাধিকার সংস্থাটি একটি ফেসবুক পোস্টে জানায়, ‘আমরা মানবাধিকার লঙ্ঘনকারী অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
মিয়ানমারের জান্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর অজ্ঞাতসংখ্যক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে। তারা অন্তত সাতটি গাড়িতে ছিল এবং সেনাবাহিনী থামার নির্দেশ দিলেও কর্ণপাত করেনি বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এ নিয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরই দেশটিতে সেনাশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে বেসামরিক মিলিশিয়াদের অন্যতম বৃহত্তম সংগঠন দ্য কারেন্নি ন্যাশনাল ডিফেন্স ফোর্স। দলটি বলছে, নিহত ব্যক্তিরা তাদের সদস্য নয়, সংঘর্ষ থেকে পালিয়ে আশ্রয়ের সন্ধান করা বেসামরিক লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক দ্য কারেন্নি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের একজন কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা সেখানে বিভিন্ন বয়সের মরদেহ দেখে মর্মাহত হয়েছি। তাদের মধ্যে শিশু, নারী এবং বয়স্ক লোকজনও আছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গ্রামের এক বাসিন্দা জানান, তিনি গতকাল শুক্রবার রাতেই হত্যাকাণ্ডের ঘটনা জানতেন। তবে গোলাগুলির জন্য সেখানে যেতে পারেননি।

মিয়ানমারের পূর্বাঞ্চলের কায়াহ প্রদেশে ৩০ জনের বেশি মানুষকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দিয়েছে দেশটির জান্তা বাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধরাও রয়েছেন। গতকাল শুক্রবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা, গণমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আজ শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ঘটনাটি জানানো হয়েছে।
কায়াহ প্রদেশের মানবাধিকার সংস্থা কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ বলছে, তারা শনিবার প্রুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী, শিশুসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পোড়া মৃতদেহ দেখতে পেয়েছে।
মানবাধিকার সংস্থাটি একটি ফেসবুক পোস্টে জানায়, ‘আমরা মানবাধিকার লঙ্ঘনকারী অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
মিয়ানমারের জান্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর অজ্ঞাতসংখ্যক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে। তারা অন্তত সাতটি গাড়িতে ছিল এবং সেনাবাহিনী থামার নির্দেশ দিলেও কর্ণপাত করেনি বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এ নিয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরই দেশটিতে সেনাশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে বেসামরিক মিলিশিয়াদের অন্যতম বৃহত্তম সংগঠন দ্য কারেন্নি ন্যাশনাল ডিফেন্স ফোর্স। দলটি বলছে, নিহত ব্যক্তিরা তাদের সদস্য নয়, সংঘর্ষ থেকে পালিয়ে আশ্রয়ের সন্ধান করা বেসামরিক লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক দ্য কারেন্নি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের একজন কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা সেখানে বিভিন্ন বয়সের মরদেহ দেখে মর্মাহত হয়েছি। তাদের মধ্যে শিশু, নারী এবং বয়স্ক লোকজনও আছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গ্রামের এক বাসিন্দা জানান, তিনি গতকাল শুক্রবার রাতেই হত্যাকাণ্ডের ঘটনা জানতেন। তবে গোলাগুলির জন্য সেখানে যেতে পারেননি।

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
৮ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে ‘তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছিল।
১ ঘণ্টা আগে