
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন । তাঁর আইনজীবী মিন মিন সোয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।
সু চির আইনজীবী বলেন, তাঁর ব্যক্তিগত কর্মীদেরও পূর্ণাঙ্গ ডোজ টিকা দেওয়া হয়েছে। জান্তা সরকারের উদ্যোগে তাঁদের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ৭৬ বছর বয়সী সু চির সঙ্গে নিরাপত্তারক্ষী ও রাঁধুনিসহ ১০ জনের মতো কর্মী রয়েছেন। তবে সু চি কখন বা কোন দেশের টিকা নিয়েছেন, সে ব্যাপারে তাঁর আইনজীবী কিছুই জানাননি।
মিয়ানমারের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গত সোমবার দেশটিতে প্রায় তিন হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন । এই সংখ্যা জুনের শুরুতে এক শর মতো ছিল। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দী করে ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে।
মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ পেয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার এ পর্যন্ত ভারতের কাছ থেকে ১৫ লাখ ডোজের বেশি টিকা পেয়েছে। এ ছাড়া চীনের কাছ থেকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে। দেশটি আরও ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে।
মিয়ানমারের কারাবন্দিদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজার ২০০-এর বেশি বিক্ষোভকারী।

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন । তাঁর আইনজীবী মিন মিন সোয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।
সু চির আইনজীবী বলেন, তাঁর ব্যক্তিগত কর্মীদেরও পূর্ণাঙ্গ ডোজ টিকা দেওয়া হয়েছে। জান্তা সরকারের উদ্যোগে তাঁদের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ৭৬ বছর বয়সী সু চির সঙ্গে নিরাপত্তারক্ষী ও রাঁধুনিসহ ১০ জনের মতো কর্মী রয়েছেন। তবে সু চি কখন বা কোন দেশের টিকা নিয়েছেন, সে ব্যাপারে তাঁর আইনজীবী কিছুই জানাননি।
মিয়ানমারের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গত সোমবার দেশটিতে প্রায় তিন হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন । এই সংখ্যা জুনের শুরুতে এক শর মতো ছিল। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দী করে ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে।
মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ পেয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার এ পর্যন্ত ভারতের কাছ থেকে ১৫ লাখ ডোজের বেশি টিকা পেয়েছে। এ ছাড়া চীনের কাছ থেকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে। দেশটি আরও ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে।
মিয়ানমারের কারাবন্দিদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজার ২০০-এর বেশি বিক্ষোভকারী।

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
৪ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
২৫ মিনিট আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে