
দুর্নীতির দায়ে অভিযুক্ত বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট লি জে ইয়ংকে ‘সাধারণ ক্ষমা’ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। আজ শুক্রবার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তাঁকে সাধারণ ক্ষমা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গণমাধ্যমগুলো বলছে, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী নেতাদের রাষ্ট্রের তরফ থেকে মুক্ত করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে দক্ষিণ কোরিয়ার। সেই ঐতিহ্যে সর্বশেষ উদাহরণ হিসেবে যুক্ত হলো স্যামসাংয়ের শীর্ষ কর্মকর্তাকে প্রেসিডেন্টের ক্ষমা করার বিষয়টি।
দক্ষিণ কোরিয়ার বিচারমন্ত্রী হান ডং হুন বলেছেন, ‘গত বছরের জানুয়ারিতে ঘুষ ও অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন লি জে ইয়ং। দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই শীর্ষ ব্যবসায়ী অবদান রাখতে পারবেন এমন বিবেচনায় তাঁকে সাধারণ ক্ষমা করেছেন প্রেসিডেন্ট।’
মার্কিন সাময়িকী ফোর্বস অনুযায়ী লি জে ইয়ং বিশ্বের ২৭৮তম ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ ৭৯০ কোটি মার্কিন ডলার। লি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০২১ সালের আগস্টে প্যারোলে মুক্তি পান।
দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অর্থনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে মন্দা দেখা দিয়েছে এবং এই মন্দা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে লিকে মুক্তি দেওয়া হয়েছে, যাতে এই শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং ব্যবসাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে পারেন।
৫৪ বছর বয়সী লি ছাড়া আরও তিন ব্যবসায়ী প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেয়েছেন, যাঁদের মধ্যে লোটে গ্রুপের চেয়ারম্যান শিন ডং বিনও রয়েছেন।
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকসের সামগ্রিক টার্নওভার দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশের সমান। এই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট লি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে অপসারণকারী একটি বিশাল দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণিত হওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।
সাধারণ ক্ষমা ঘোষণার পর প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন, ‘দীর্ঘদিনের করোনা মহামারির কারণে যে অর্থনৈতিক মন্দা দেখে দিয়েছে, তা থেকে উন্নতির লক্ষ্যে এই ব্যবসায়ীদের ক্ষমা করা হয়েছে। আমি আশা করি এই বিশেষ ক্ষমা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দক্ষিণ কোরিয়ার সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ হিসেবে কাজ করবে।’

দুর্নীতির দায়ে অভিযুক্ত বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট লি জে ইয়ংকে ‘সাধারণ ক্ষমা’ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। আজ শুক্রবার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তাঁকে সাধারণ ক্ষমা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গণমাধ্যমগুলো বলছে, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী নেতাদের রাষ্ট্রের তরফ থেকে মুক্ত করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে দক্ষিণ কোরিয়ার। সেই ঐতিহ্যে সর্বশেষ উদাহরণ হিসেবে যুক্ত হলো স্যামসাংয়ের শীর্ষ কর্মকর্তাকে প্রেসিডেন্টের ক্ষমা করার বিষয়টি।
দক্ষিণ কোরিয়ার বিচারমন্ত্রী হান ডং হুন বলেছেন, ‘গত বছরের জানুয়ারিতে ঘুষ ও অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন লি জে ইয়ং। দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই শীর্ষ ব্যবসায়ী অবদান রাখতে পারবেন এমন বিবেচনায় তাঁকে সাধারণ ক্ষমা করেছেন প্রেসিডেন্ট।’
মার্কিন সাময়িকী ফোর্বস অনুযায়ী লি জে ইয়ং বিশ্বের ২৭৮তম ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ ৭৯০ কোটি মার্কিন ডলার। লি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০২১ সালের আগস্টে প্যারোলে মুক্তি পান।
দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অর্থনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে মন্দা দেখা দিয়েছে এবং এই মন্দা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে লিকে মুক্তি দেওয়া হয়েছে, যাতে এই শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং ব্যবসাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে পারেন।
৫৪ বছর বয়সী লি ছাড়া আরও তিন ব্যবসায়ী প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেয়েছেন, যাঁদের মধ্যে লোটে গ্রুপের চেয়ারম্যান শিন ডং বিনও রয়েছেন।
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকসের সামগ্রিক টার্নওভার দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশের সমান। এই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট লি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে অপসারণকারী একটি বিশাল দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণিত হওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।
সাধারণ ক্ষমা ঘোষণার পর প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন, ‘দীর্ঘদিনের করোনা মহামারির কারণে যে অর্থনৈতিক মন্দা দেখে দিয়েছে, তা থেকে উন্নতির লক্ষ্যে এই ব্যবসায়ীদের ক্ষমা করা হয়েছে। আমি আশা করি এই বিশেষ ক্ষমা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দক্ষিণ কোরিয়ার সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ হিসেবে কাজ করবে।’

সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২৭ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে