
আসন্ন জি–২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলন এই দুই নেতার উপস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদাদো। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো জানিয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন।
জোকো উইদাদো বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি–২০ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছি।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়াকে জি–২০ সম্মেলনে যোগদানে বাধা দেওয়ার জন্য পশ্চিমা চাপের বিপরীতে একটি সমঝোতা হয়েছে। তারই সূত্র ধরে, জেলেনস্কিকে সম্মেলনে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের সময় জি–২০ সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া এই বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তবে পুতিন ব্যক্তিগতভাবে সম্মেলনে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।’
প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ—যাদের বেশির ভাগই নারী ও শিশু–বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দুই দেশের প্রতিনিধিরা বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

আসন্ন জি–২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলন এই দুই নেতার উপস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদাদো। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো জানিয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন।
জোকো উইদাদো বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি–২০ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছি।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়াকে জি–২০ সম্মেলনে যোগদানে বাধা দেওয়ার জন্য পশ্চিমা চাপের বিপরীতে একটি সমঝোতা হয়েছে। তারই সূত্র ধরে, জেলেনস্কিকে সম্মেলনে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের সময় জি–২০ সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া এই বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তবে পুতিন ব্যক্তিগতভাবে সম্মেলনে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।’
প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ—যাদের বেশির ভাগই নারী ও শিশু–বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দুই দেশের প্রতিনিধিরা বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৬ ঘণ্টা আগে