আজকের পত্রিকা ডেস্ক

দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেকচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৩৮ বছর বয়সী ওই কর্মকর্তাকে এক মাসের ১০ শতাংশ বেতন কর্তনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ২১ থেকে ৩০ বছর বয়সী আরও সাতজন পুলিশ সদস্য একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আটজন কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে একাধিকবার দায়িত্ব পালন কালে অনলাইন গেম খেলেছেন। তাঁরা দল গঠন করে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন।
প্রতিটি সেশনে প্রায় ২০ মিনিট ধরে তাঁরা গেম খেলতেন। তাঁদের মধ্যে কেউ কেউ একই কর্মদিবসে ১০ বার পর্যন্ত গেমে অংশ নিয়েছিলেন।
সাধারণত, তারা স্থানীয় পুলিশ স্টেশনগুলোতে বিশ্রাম কক্ষে বসে গেমে মগ্ন থাকতেন। তবে, পুলিশের তদন্তে জানা গেছে, মাঝে মাঝে টহল দেওয়ার সময়ও তাঁরা গেমে অংশ নিতেন।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যখনই কোনো অভিযোগের ভিত্তিতে সাড়া দেওয়ার জন্য ডাক পেয়েছেন, তখনই তাঁরা খেলা বন্ধ করে কাজে যোগ দিয়েছেন। ফলে তাদের এই আচরণ কর্তব্য পালনে কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করা হয়েছে।
গত নভেম্বরে পুলিশের কাছে একটি বেনামি চিঠি আসার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
ওই আট কর্মকর্তা তাঁদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমিই আমার অধস্তনদের অনলাইন গেম খেলায় যুক্ত করেছিলাম।’

দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেকচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৩৮ বছর বয়সী ওই কর্মকর্তাকে এক মাসের ১০ শতাংশ বেতন কর্তনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ২১ থেকে ৩০ বছর বয়সী আরও সাতজন পুলিশ সদস্য একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আটজন কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে একাধিকবার দায়িত্ব পালন কালে অনলাইন গেম খেলেছেন। তাঁরা দল গঠন করে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন।
প্রতিটি সেশনে প্রায় ২০ মিনিট ধরে তাঁরা গেম খেলতেন। তাঁদের মধ্যে কেউ কেউ একই কর্মদিবসে ১০ বার পর্যন্ত গেমে অংশ নিয়েছিলেন।
সাধারণত, তারা স্থানীয় পুলিশ স্টেশনগুলোতে বিশ্রাম কক্ষে বসে গেমে মগ্ন থাকতেন। তবে, পুলিশের তদন্তে জানা গেছে, মাঝে মাঝে টহল দেওয়ার সময়ও তাঁরা গেমে অংশ নিতেন।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যখনই কোনো অভিযোগের ভিত্তিতে সাড়া দেওয়ার জন্য ডাক পেয়েছেন, তখনই তাঁরা খেলা বন্ধ করে কাজে যোগ দিয়েছেন। ফলে তাদের এই আচরণ কর্তব্য পালনে কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করা হয়েছে।
গত নভেম্বরে পুলিশের কাছে একটি বেনামি চিঠি আসার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
ওই আট কর্মকর্তা তাঁদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমিই আমার অধস্তনদের অনলাইন গেম খেলায় যুক্ত করেছিলাম।’

দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
২৬ মিনিট আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
১ ঘণ্টা আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
২ ঘণ্টা আগে