আজকের পত্রিকা ডেস্ক

শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।
লি জানান, তিনি পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট্ট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝের ওপর পাতলা গদি পেতে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর লির লাগেজ থেকে কর্তৃপক্ষ প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বলে অভিযোগ ওঠে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে লির ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি বলেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। হাজিরা দেওয়ার আগে আদালতে প্রাঙ্গণে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে এখানে আছেন। অথচ তাদের মামলার অগ্রগতির কোনো তথ্য নেই।’
লি জানান, ইংরেজি ভাষাভাষী কিছু নারী বন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।
আজ শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরা লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এ সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।
আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে পাওয়া ৪৬ কেজি গাঁজা উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা জিজ্ঞেস করেন, উদ্ধারকৃত দ্রব্যগুলো সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হয়েছে কি না। বিচারক দ্রুত তা পরীক্ষার নির্দেশ দেন।
আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা ব্যক্তিদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানো হয়।
লি বর্তমানে অবৈধ মাদক রাখার এবং পাচারের সন্দেহে রিমান্ডে রয়েছেন। তার পরবর্তী শুনানি ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।
লি জানান, তিনি পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট্ট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝের ওপর পাতলা গদি পেতে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর লির লাগেজ থেকে কর্তৃপক্ষ প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বলে অভিযোগ ওঠে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে লির ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি বলেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। হাজিরা দেওয়ার আগে আদালতে প্রাঙ্গণে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে এখানে আছেন। অথচ তাদের মামলার অগ্রগতির কোনো তথ্য নেই।’
লি জানান, ইংরেজি ভাষাভাষী কিছু নারী বন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।
আজ শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরা লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এ সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।
আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে পাওয়া ৪৬ কেজি গাঁজা উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা জিজ্ঞেস করেন, উদ্ধারকৃত দ্রব্যগুলো সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হয়েছে কি না। বিচারক দ্রুত তা পরীক্ষার নির্দেশ দেন।
আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা ব্যক্তিদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানো হয়।
লি বর্তমানে অবৈধ মাদক রাখার এবং পাচারের সন্দেহে রিমান্ডে রয়েছেন। তার পরবর্তী শুনানি ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার তুর্ক। আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, টানা ১৩ দিন ধরে চলা এই বিক্ষোভে প্রাণহানি ও সম্পত্তি ধ্বংসের খবর তাঁকে গভীরভাবে বিচলিত করেছে।
৩৬ মিনিট আগে
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে ফারদিস এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একাধিক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে ‘ওলিনা’ নামের আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের...
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) ইরানের জাতীয় পতাকার ইমোজিতে পরিবর্তন আনতে যাচ্ছে। প্ল্যাটফর্মটির প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার আজ শুক্রবার জানান, ইরানের বর্তমান পতাকার পরিবর্তে ঐতিহাসিক ‘সিংহ ও সূর্য’ প্রতীক যুক্ত করা হবে।
২ ঘণ্টা আগে