আজকের পত্রিকা ডেস্ক

শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।
লি জানান, তিনি পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট্ট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝের ওপর পাতলা গদি পেতে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর লির লাগেজ থেকে কর্তৃপক্ষ প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বলে অভিযোগ ওঠে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে লির ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি বলেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। হাজিরা দেওয়ার আগে আদালতে প্রাঙ্গণে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে এখানে আছেন। অথচ তাদের মামলার অগ্রগতির কোনো তথ্য নেই।’
লি জানান, ইংরেজি ভাষাভাষী কিছু নারী বন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।
আজ শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরা লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এ সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।
আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে পাওয়া ৪৬ কেজি গাঁজা উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা জিজ্ঞেস করেন, উদ্ধারকৃত দ্রব্যগুলো সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হয়েছে কি না। বিচারক দ্রুত তা পরীক্ষার নির্দেশ দেন।
আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা ব্যক্তিদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানো হয়।
লি বর্তমানে অবৈধ মাদক রাখার এবং পাচারের সন্দেহে রিমান্ডে রয়েছেন। তার পরবর্তী শুনানি ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।
লি জানান, তিনি পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট্ট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝের ওপর পাতলা গদি পেতে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর লির লাগেজ থেকে কর্তৃপক্ষ প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বলে অভিযোগ ওঠে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে লির ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি বলেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। হাজিরা দেওয়ার আগে আদালতে প্রাঙ্গণে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে এখানে আছেন। অথচ তাদের মামলার অগ্রগতির কোনো তথ্য নেই।’
লি জানান, ইংরেজি ভাষাভাষী কিছু নারী বন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।
আজ শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরা লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এ সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।
আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে পাওয়া ৪৬ কেজি গাঁজা উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা জিজ্ঞেস করেন, উদ্ধারকৃত দ্রব্যগুলো সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হয়েছে কি না। বিচারক দ্রুত তা পরীক্ষার নির্দেশ দেন।
আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা ব্যক্তিদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানো হয়।
লি বর্তমানে অবৈধ মাদক রাখার এবং পাচারের সন্দেহে রিমান্ডে রয়েছেন। তার পরবর্তী শুনানি ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে