
যুদ্ধবিরতি নিশ্চিত করে ইসরায়েল ও গাজার মধ্যে শান্তি স্থাপনে সংলাপের উদ্যোগসহ ‘প্রয়োজনীয় সবকিছু’ করতে প্রস্তুত চীন। মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূতের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য দেওয়া হয়েছে।
বর্ষীয়ান কূটনীতিক ঝাই জুন বর্তমানে সংঘর্ষে জর্জরিত গাজায় অবস্থান করছেন। আজ সোমবার রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে স্থল সংঘাত ও সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনাটি বেশ উদ্বেগজনক।
গতকাল রোববার কায়রোর শান্তি সম্মেলনে অংশ নেন ঝাই। সম্মেলনে তিনি বলেন, চীন আন্তর্জাতিক মহলের সকল পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে। ইসরায়েল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধের পর আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ’এই ভয়াবহ দুঃস্বপ্নের অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো হামাসের কাছে বন্দী আছেন প্রায় ২০০ জন।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, কায়রোর বৈঠকে ঝাই ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং যত তাড়াতাড়ি সম্ভব লড়াই শেষ করার আহ্বান জানিয়েছেন’।
ঝাই বলেন, চীনের বিশ্বাস যে বল সমস্যার সমাধানের উপায় নয় এবং সহিংসতার জবাবে সহিংসতা কেবল প্রতিশোধের দুষ্টচক্রের দিকে পরিচালিত করবে।
চীন সব সময় ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে। তবে দেশটি দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদেরও সমর্থন করে আসছে।
মানবিক সহায়তা নিশ্চিত করতে ও যুদ্ধ বিরতি নিয়ে কাজ করতে চীনা এ প্রতিনিধি বর্তমানে গাজায় কুটনৈতিক সফরে রয়েছেন। ঝাই এরই মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ফোনকলে আলাপ করেছেন।
ঝাইকে উদ্ধৃত করে রাষ্ট্রচালিত সংবাদমাধ্যমটি বলে, ফিলিস্তিনের জরুরি সহায়তায় চীন সব সময় পাশে ছিল এবং থাকবে। মানবিক এ সংকট উত্তরণের জন্য চীন জাতিসংঘ এবং দ্বিপক্ষীয় মাধ্যম ব্যবহার করে কাজ করে যাবে।
গাজায় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং পানি পৌঁছে দেওয়ার জন্য গতকাল রোববার গাজা ও মিসরের মধ্যেকার রাফা ক্রসিং খুলে দেওয়া হয়। গাজা প্রায় ২৩ লাখ মানুষের আবাসস্থল।

যুদ্ধবিরতি নিশ্চিত করে ইসরায়েল ও গাজার মধ্যে শান্তি স্থাপনে সংলাপের উদ্যোগসহ ‘প্রয়োজনীয় সবকিছু’ করতে প্রস্তুত চীন। মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূতের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য দেওয়া হয়েছে।
বর্ষীয়ান কূটনীতিক ঝাই জুন বর্তমানে সংঘর্ষে জর্জরিত গাজায় অবস্থান করছেন। আজ সোমবার রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে স্থল সংঘাত ও সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনাটি বেশ উদ্বেগজনক।
গতকাল রোববার কায়রোর শান্তি সম্মেলনে অংশ নেন ঝাই। সম্মেলনে তিনি বলেন, চীন আন্তর্জাতিক মহলের সকল পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে। ইসরায়েল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধের পর আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ’এই ভয়াবহ দুঃস্বপ্নের অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো হামাসের কাছে বন্দী আছেন প্রায় ২০০ জন।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, কায়রোর বৈঠকে ঝাই ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং যত তাড়াতাড়ি সম্ভব লড়াই শেষ করার আহ্বান জানিয়েছেন’।
ঝাই বলেন, চীনের বিশ্বাস যে বল সমস্যার সমাধানের উপায় নয় এবং সহিংসতার জবাবে সহিংসতা কেবল প্রতিশোধের দুষ্টচক্রের দিকে পরিচালিত করবে।
চীন সব সময় ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে। তবে দেশটি দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদেরও সমর্থন করে আসছে।
মানবিক সহায়তা নিশ্চিত করতে ও যুদ্ধ বিরতি নিয়ে কাজ করতে চীনা এ প্রতিনিধি বর্তমানে গাজায় কুটনৈতিক সফরে রয়েছেন। ঝাই এরই মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ফোনকলে আলাপ করেছেন।
ঝাইকে উদ্ধৃত করে রাষ্ট্রচালিত সংবাদমাধ্যমটি বলে, ফিলিস্তিনের জরুরি সহায়তায় চীন সব সময় পাশে ছিল এবং থাকবে। মানবিক এ সংকট উত্তরণের জন্য চীন জাতিসংঘ এবং দ্বিপক্ষীয় মাধ্যম ব্যবহার করে কাজ করে যাবে।
গাজায় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং পানি পৌঁছে দেওয়ার জন্য গতকাল রোববার গাজা ও মিসরের মধ্যেকার রাফা ক্রসিং খুলে দেওয়া হয়। গাজা প্রায় ২৩ লাখ মানুষের আবাসস্থল।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২২ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
২ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে