
যুদ্ধবিরতি নিশ্চিত করে ইসরায়েল ও গাজার মধ্যে শান্তি স্থাপনে সংলাপের উদ্যোগসহ ‘প্রয়োজনীয় সবকিছু’ করতে প্রস্তুত চীন। মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূতের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য দেওয়া হয়েছে।
বর্ষীয়ান কূটনীতিক ঝাই জুন বর্তমানে সংঘর্ষে জর্জরিত গাজায় অবস্থান করছেন। আজ সোমবার রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে স্থল সংঘাত ও সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনাটি বেশ উদ্বেগজনক।
গতকাল রোববার কায়রোর শান্তি সম্মেলনে অংশ নেন ঝাই। সম্মেলনে তিনি বলেন, চীন আন্তর্জাতিক মহলের সকল পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে। ইসরায়েল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধের পর আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ’এই ভয়াবহ দুঃস্বপ্নের অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো হামাসের কাছে বন্দী আছেন প্রায় ২০০ জন।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, কায়রোর বৈঠকে ঝাই ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং যত তাড়াতাড়ি সম্ভব লড়াই শেষ করার আহ্বান জানিয়েছেন’।
ঝাই বলেন, চীনের বিশ্বাস যে বল সমস্যার সমাধানের উপায় নয় এবং সহিংসতার জবাবে সহিংসতা কেবল প্রতিশোধের দুষ্টচক্রের দিকে পরিচালিত করবে।
চীন সব সময় ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে। তবে দেশটি দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদেরও সমর্থন করে আসছে।
মানবিক সহায়তা নিশ্চিত করতে ও যুদ্ধ বিরতি নিয়ে কাজ করতে চীনা এ প্রতিনিধি বর্তমানে গাজায় কুটনৈতিক সফরে রয়েছেন। ঝাই এরই মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ফোনকলে আলাপ করেছেন।
ঝাইকে উদ্ধৃত করে রাষ্ট্রচালিত সংবাদমাধ্যমটি বলে, ফিলিস্তিনের জরুরি সহায়তায় চীন সব সময় পাশে ছিল এবং থাকবে। মানবিক এ সংকট উত্তরণের জন্য চীন জাতিসংঘ এবং দ্বিপক্ষীয় মাধ্যম ব্যবহার করে কাজ করে যাবে।
গাজায় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং পানি পৌঁছে দেওয়ার জন্য গতকাল রোববার গাজা ও মিসরের মধ্যেকার রাফা ক্রসিং খুলে দেওয়া হয়। গাজা প্রায় ২৩ লাখ মানুষের আবাসস্থল।

যুদ্ধবিরতি নিশ্চিত করে ইসরায়েল ও গাজার মধ্যে শান্তি স্থাপনে সংলাপের উদ্যোগসহ ‘প্রয়োজনীয় সবকিছু’ করতে প্রস্তুত চীন। মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূতের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য দেওয়া হয়েছে।
বর্ষীয়ান কূটনীতিক ঝাই জুন বর্তমানে সংঘর্ষে জর্জরিত গাজায় অবস্থান করছেন। আজ সোমবার রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে স্থল সংঘাত ও সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনাটি বেশ উদ্বেগজনক।
গতকাল রোববার কায়রোর শান্তি সম্মেলনে অংশ নেন ঝাই। সম্মেলনে তিনি বলেন, চীন আন্তর্জাতিক মহলের সকল পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে। ইসরায়েল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধের পর আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ’এই ভয়াবহ দুঃস্বপ্নের অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো হামাসের কাছে বন্দী আছেন প্রায় ২০০ জন।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, কায়রোর বৈঠকে ঝাই ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং যত তাড়াতাড়ি সম্ভব লড়াই শেষ করার আহ্বান জানিয়েছেন’।
ঝাই বলেন, চীনের বিশ্বাস যে বল সমস্যার সমাধানের উপায় নয় এবং সহিংসতার জবাবে সহিংসতা কেবল প্রতিশোধের দুষ্টচক্রের দিকে পরিচালিত করবে।
চীন সব সময় ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে। তবে দেশটি দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদেরও সমর্থন করে আসছে।
মানবিক সহায়তা নিশ্চিত করতে ও যুদ্ধ বিরতি নিয়ে কাজ করতে চীনা এ প্রতিনিধি বর্তমানে গাজায় কুটনৈতিক সফরে রয়েছেন। ঝাই এরই মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ফোনকলে আলাপ করেছেন।
ঝাইকে উদ্ধৃত করে রাষ্ট্রচালিত সংবাদমাধ্যমটি বলে, ফিলিস্তিনের জরুরি সহায়তায় চীন সব সময় পাশে ছিল এবং থাকবে। মানবিক এ সংকট উত্তরণের জন্য চীন জাতিসংঘ এবং দ্বিপক্ষীয় মাধ্যম ব্যবহার করে কাজ করে যাবে।
গাজায় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং পানি পৌঁছে দেওয়ার জন্য গতকাল রোববার গাজা ও মিসরের মধ্যেকার রাফা ক্রসিং খুলে দেওয়া হয়। গাজা প্রায় ২৩ লাখ মানুষের আবাসস্থল।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৪ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগে