
জাপান ও তাইওয়ানের আকাশসীমায় চীনের গুপ্তচর বেলুন শনাক্তের দাবি করেছে বিবিসি প্যানোরামা। বেলুনগুলো জাপান ভূখণ্ডের ওপর দিয়ে উড়েছে বলে নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে গুলি করে তা ভূপাতিত করার কথাও জানিয়েছে। তবে বিবিসির উত্থাপিত এসব বেলুনের প্রমাণ চীন এখনো আমলে নেয়নি।
এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা বেলুন নিয়েই দুই দেশের সম্পর্কে টানাপোড়ন শুরু হয়। এ সময় যুক্তরাষ্ট্র গুলি করে ওই চীনা বেলুন ভূপাতিত করে। তখন চীন দাবি করেছিল, ওই বেলুন একটি বেসামরিক বিমানযান ছিল, যা আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল। এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে যাওয়া অনিচ্ছাকৃত এবং বিচ্ছিন্ন ঘটনা।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক পূর্ব এশিয়া বিশ্লেষক জন কালভার প্যানোরামাকে বলেন, ‘এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অন্তত পাঁচ বছরের অব্যাহত প্রচেষ্টার ফল। বেলুনগুলো দূরপাল্লার মিশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কিছু বেলুন সারা বিশ্বকে প্রদক্ষিণ করেছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সিনথেটিকের সঙ্গে কাজ করে বিবিসি পূর্ব এশিয়ার এসব বেলুনের একাধিক ছবি পেয়েছে। সিনথেটিকের প্রতিষ্ঠাতা কোরি জাকলস্কি ২০২১ সালের সেপ্টেম্বরের শুরুতে উত্তর জাপানে একটি বেলুন প্রথম চিহ্নিত করেন। তবে এই ছবিগুলো আগে প্রকাশ করা হয়নি।
জাকলস্কি আরও জানান, এই বেলুনটিকে মঙ্গোলিয়ার দক্ষিণে চীনের গভীর থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যদিও বিবিসি বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
তাইওয়ান সরকার প্যানারোমাকে বলেছে, এটি আবহাওয়া পর্যবেক্ষণের বিমান ছিল। তবে জাকলস্কি এই মন্তব্যর বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন, ‘জাপানের আকাশে পাওয়া বেলুনটির ডায়ামিটার পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি যুক্তরাষ্ট্রের আকাশে ধরা পড়া বেলুনের মতোই।’

জাপান ও তাইওয়ানের আকাশসীমায় চীনের গুপ্তচর বেলুন শনাক্তের দাবি করেছে বিবিসি প্যানোরামা। বেলুনগুলো জাপান ভূখণ্ডের ওপর দিয়ে উড়েছে বলে নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে গুলি করে তা ভূপাতিত করার কথাও জানিয়েছে। তবে বিবিসির উত্থাপিত এসব বেলুনের প্রমাণ চীন এখনো আমলে নেয়নি।
এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা বেলুন নিয়েই দুই দেশের সম্পর্কে টানাপোড়ন শুরু হয়। এ সময় যুক্তরাষ্ট্র গুলি করে ওই চীনা বেলুন ভূপাতিত করে। তখন চীন দাবি করেছিল, ওই বেলুন একটি বেসামরিক বিমানযান ছিল, যা আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল। এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে যাওয়া অনিচ্ছাকৃত এবং বিচ্ছিন্ন ঘটনা।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক পূর্ব এশিয়া বিশ্লেষক জন কালভার প্যানোরামাকে বলেন, ‘এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অন্তত পাঁচ বছরের অব্যাহত প্রচেষ্টার ফল। বেলুনগুলো দূরপাল্লার মিশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কিছু বেলুন সারা বিশ্বকে প্রদক্ষিণ করেছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সিনথেটিকের সঙ্গে কাজ করে বিবিসি পূর্ব এশিয়ার এসব বেলুনের একাধিক ছবি পেয়েছে। সিনথেটিকের প্রতিষ্ঠাতা কোরি জাকলস্কি ২০২১ সালের সেপ্টেম্বরের শুরুতে উত্তর জাপানে একটি বেলুন প্রথম চিহ্নিত করেন। তবে এই ছবিগুলো আগে প্রকাশ করা হয়নি।
জাকলস্কি আরও জানান, এই বেলুনটিকে মঙ্গোলিয়ার দক্ষিণে চীনের গভীর থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যদিও বিবিসি বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
তাইওয়ান সরকার প্যানারোমাকে বলেছে, এটি আবহাওয়া পর্যবেক্ষণের বিমান ছিল। তবে জাকলস্কি এই মন্তব্যর বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন, ‘জাপানের আকাশে পাওয়া বেলুনটির ডায়ামিটার পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি যুক্তরাষ্ট্রের আকাশে ধরা পড়া বেলুনের মতোই।’

২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২ ঘণ্টা আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
২ ঘণ্টা আগে