
শ্রীলঙ্কায় ইসরায়েলি পর্যটকদের ওপর ইরানি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিষয়টি ফাঁস হওয়ার পর গতকাল বুধবারই ইসরায়েল কর্তৃপক্ষ তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কা ত্যাগ করার পরামর্শ দিয়েছে। এই অবস্থায় বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করা ইসরায়েলি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৫৭৭ জন ইসরায়েলি রয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।
ইসরায়েলের সাবেক ইন্টারপোল প্রধান আশার বেন আরজি জানিয়েছেন, ইসরায়েলিদের কাছে বর্তমানে শ্রীলঙ্কা একটি জনপ্রিয় গন্তব্য। ইরান ইন্টারন্যাশনালকে তিনি বলেন, ‘ইরানের কাছে এটি খুব সহজ একটি স্থান। কারণ, ইরানের এজেন্টরা এখানে সহজেই নাগাল পেতে পারে এবং লক্ষ্যবস্তু বানাতে পারে।’
আশার বেন আরজি আরও বলেন, ‘ইতিপূর্বে শ্রীলঙ্কায় ইসরায়েলি নাগরিকদের এমন নিরাপত্তার সংকট দেখা যায়নি।’
পরিচয় গোপন রাখার শর্তে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কায় তাদের নাগরিকদের ওপর হামলার পরিকল্পনায় অন্তত দুজন জড়িত ছিলেন। এর মধ্যে একজন ছিলেন ইরাকি।
এদিকে শ্রীলঙ্কায় অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক করেছে এই বলে যে আরুগাম উপসাগর এলাকার জনপ্রিয় পর্যটন স্থানগুলো হামলার বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, এই হুমকির ফলে অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অরুগাম উপসাগরে দূতাবাস কর্মীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অরুগাম উপসাগর এলাকা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের জোরালোভাবে অনুরোধ করা হয়েছে।

শ্রীলঙ্কায় ইসরায়েলি পর্যটকদের ওপর ইরানি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিষয়টি ফাঁস হওয়ার পর গতকাল বুধবারই ইসরায়েল কর্তৃপক্ষ তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কা ত্যাগ করার পরামর্শ দিয়েছে। এই অবস্থায় বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করা ইসরায়েলি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৫৭৭ জন ইসরায়েলি রয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।
ইসরায়েলের সাবেক ইন্টারপোল প্রধান আশার বেন আরজি জানিয়েছেন, ইসরায়েলিদের কাছে বর্তমানে শ্রীলঙ্কা একটি জনপ্রিয় গন্তব্য। ইরান ইন্টারন্যাশনালকে তিনি বলেন, ‘ইরানের কাছে এটি খুব সহজ একটি স্থান। কারণ, ইরানের এজেন্টরা এখানে সহজেই নাগাল পেতে পারে এবং লক্ষ্যবস্তু বানাতে পারে।’
আশার বেন আরজি আরও বলেন, ‘ইতিপূর্বে শ্রীলঙ্কায় ইসরায়েলি নাগরিকদের এমন নিরাপত্তার সংকট দেখা যায়নি।’
পরিচয় গোপন রাখার শর্তে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কায় তাদের নাগরিকদের ওপর হামলার পরিকল্পনায় অন্তত দুজন জড়িত ছিলেন। এর মধ্যে একজন ছিলেন ইরাকি।
এদিকে শ্রীলঙ্কায় অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক করেছে এই বলে যে আরুগাম উপসাগর এলাকার জনপ্রিয় পর্যটন স্থানগুলো হামলার বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, এই হুমকির ফলে অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অরুগাম উপসাগরে দূতাবাস কর্মীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অরুগাম উপসাগর এলাকা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের জোরালোভাবে অনুরোধ করা হয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে