
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অস্ত্র পরীক্ষাগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছিল।
মধ্যরাতে ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।
ওয়াশিংটন ও সিউলের বার্ষিক সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই এই সম্মিলিত মহড়াকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছে।
উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলছে, গতকাল বুধবার রাতে প্রধান কমান্ড সেন্টার ও অপারেশনাল এয়ারফিল্ডে কৌশলগত পারমাণবিক হামলার মহড়া হিসেবে এ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। বারবার সতর্ক করার পরও যারা কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের মতো সামরিক হুমকি দিয়ে আমাদের চ্যালেঞ্জ করে ‘এ মহড়ার উদ্দেশ্য সেসব শত্রুদের স্পষ্ট বার্তা দেওয়া’।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এটিকে প্রকাশ্যে দক্ষিণ কোরিয়ায় হামলার ইচ্ছা প্রকাশ বলে অভিহিত করে পিয়ংইয়ংয়ের তীব্র নিন্দা জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ মহড়া শুধু জাপানেরই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়েরও শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা করেছে। সর্বশেষ অস্ত্র পরীক্ষা করা হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১১ দিনব্যাপী উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শেষ হওয়ার একদিন আগে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের তথ্য অনুসারে, এ সামরিক মহড়ায় অন্তত একটি ইউএস–বি১বি কৌশলগত বোমারু বিমান কোরিয়া উপদ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও কিম জং উন বারবার দেশটির পারমাণবিক যুদ্ধাস্ত্র ও আরও অধিক শক্তিশালী অস্ত্র তৈরি বৃদ্ধি করেছে। ২০২২ সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের পর পিয়ংইয়ং এ বছরও এই মহড়া জারি রেখেছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে ভূখণ্ডে পৌঁছাতেও সক্ষম।
সম্প্রতি কয়েক মাসে দেশটি দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার চেষ্টা করে ব্যর্থ হয় উত্তর কোরিয়া।
এদিকে গতকাল বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অনেকখানি এগিয়ে নিয়েছে রাশিয়া। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ং সফরে যান। সেখানে তাঁকে উত্তর কোরিয়ার অস্ত্রাগার দেখানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মন্ত্রী সের্গেই শোইগু এই সফরে উত্তর কোরিয়াকে অস্ত্র ও গোলাবারুদ বিক্রিতে রাজি করানোর চেষ্টা করেছেন।
ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ পিয়ংইয়ং বারবারই অস্বীকার করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অস্ত্র পরীক্ষাগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছিল।
মধ্যরাতে ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।
ওয়াশিংটন ও সিউলের বার্ষিক সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই এই সম্মিলিত মহড়াকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছে।
উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলছে, গতকাল বুধবার রাতে প্রধান কমান্ড সেন্টার ও অপারেশনাল এয়ারফিল্ডে কৌশলগত পারমাণবিক হামলার মহড়া হিসেবে এ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। বারবার সতর্ক করার পরও যারা কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের মতো সামরিক হুমকি দিয়ে আমাদের চ্যালেঞ্জ করে ‘এ মহড়ার উদ্দেশ্য সেসব শত্রুদের স্পষ্ট বার্তা দেওয়া’।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এটিকে প্রকাশ্যে দক্ষিণ কোরিয়ায় হামলার ইচ্ছা প্রকাশ বলে অভিহিত করে পিয়ংইয়ংয়ের তীব্র নিন্দা জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ মহড়া শুধু জাপানেরই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়েরও শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা করেছে। সর্বশেষ অস্ত্র পরীক্ষা করা হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১১ দিনব্যাপী উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শেষ হওয়ার একদিন আগে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের তথ্য অনুসারে, এ সামরিক মহড়ায় অন্তত একটি ইউএস–বি১বি কৌশলগত বোমারু বিমান কোরিয়া উপদ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও কিম জং উন বারবার দেশটির পারমাণবিক যুদ্ধাস্ত্র ও আরও অধিক শক্তিশালী অস্ত্র তৈরি বৃদ্ধি করেছে। ২০২২ সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের পর পিয়ংইয়ং এ বছরও এই মহড়া জারি রেখেছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে ভূখণ্ডে পৌঁছাতেও সক্ষম।
সম্প্রতি কয়েক মাসে দেশটি দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার চেষ্টা করে ব্যর্থ হয় উত্তর কোরিয়া।
এদিকে গতকাল বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অনেকখানি এগিয়ে নিয়েছে রাশিয়া। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ং সফরে যান। সেখানে তাঁকে উত্তর কোরিয়ার অস্ত্রাগার দেখানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মন্ত্রী সের্গেই শোইগু এই সফরে উত্তর কোরিয়াকে অস্ত্র ও গোলাবারুদ বিক্রিতে রাজি করানোর চেষ্টা করেছেন।
ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ পিয়ংইয়ং বারবারই অস্বীকার করেছে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৬ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৬ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৯ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৯ ঘণ্টা আগে