আজকের পত্রিকা ডেস্ক

ভিয়েতনাম গুরুতর আট ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে—দুর্নীতি, সরকার উৎখাতের চেষ্টা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের মতো অপরাধ। রাষ্ট্র নিয়ন্ত্রিত ভিয়েতনাম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আজ বুধবার দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতভাবে ফৌজদারি আইনের সংশোধনী পাস করেছে, যেখানে আটটি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, আগামী মাস থেকে ঘুষ, দুর্নীতি, ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি, অবৈধভাবে মাদক পরিবহন, গুপ্তচরবৃত্তি, শান্তি বিনষ্ট ও আগ্রাসী যুদ্ধ বাধানোর অপরাধ, রাষ্ট্রীয় অবকাঠামোতে নাশকতা এবং সরকার উৎখাতের চেষ্টার জন্য আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হবে আজীবন কারাদণ্ড।
যেসব আসামি ১ জুলাইয়ের আগে এসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন কিন্তু এখনো দণ্ড কার্যকর হয়নি, তাদের সাজাও কমিয়ে আজীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে হত্যা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ এবং শিশু যৌন নির্যাতনের মতো ১০ ধরনের অপরাধের ক্ষেত্রে ভিয়েতনামের আইনে এখনো মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মাসে ভিয়েতনামের পার্লামেন্টের আলোচনায় নতুন সংশোধিত ফৌজদারি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিশেষ করে মাদক পাচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড তুলে নেওয়ার বিষয়টি ছিল সবচেয়ে বিতর্কিত। এক এমপি বলেন, ‘অল্প কয়েক গ্রাম হোক বা কয়েক টন হোক, মাদক পরিবহনের ক্ষতি অপরিসীম।’ অন্য একজন বলেন, ‘মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ড তুলে দিলে ভুল বার্তা যাবে, কারণ দেশে মাদক-সম্পর্কিত অপরাধ ক্রমশ বাড়ছে।’
ভিয়েতনামে মৃত্যুদণ্ড সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায়, তাই বর্তমানে কতজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আছে, তা জানা যায় না। উল্লেখ্য, ২০১১ সালে ভিয়েতনামে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা বাতিল করা হয়। বর্তমানে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ভিয়েতনাম গুরুতর আট ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে—দুর্নীতি, সরকার উৎখাতের চেষ্টা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের মতো অপরাধ। রাষ্ট্র নিয়ন্ত্রিত ভিয়েতনাম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আজ বুধবার দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতভাবে ফৌজদারি আইনের সংশোধনী পাস করেছে, যেখানে আটটি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, আগামী মাস থেকে ঘুষ, দুর্নীতি, ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি, অবৈধভাবে মাদক পরিবহন, গুপ্তচরবৃত্তি, শান্তি বিনষ্ট ও আগ্রাসী যুদ্ধ বাধানোর অপরাধ, রাষ্ট্রীয় অবকাঠামোতে নাশকতা এবং সরকার উৎখাতের চেষ্টার জন্য আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হবে আজীবন কারাদণ্ড।
যেসব আসামি ১ জুলাইয়ের আগে এসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন কিন্তু এখনো দণ্ড কার্যকর হয়নি, তাদের সাজাও কমিয়ে আজীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে হত্যা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ এবং শিশু যৌন নির্যাতনের মতো ১০ ধরনের অপরাধের ক্ষেত্রে ভিয়েতনামের আইনে এখনো মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মাসে ভিয়েতনামের পার্লামেন্টের আলোচনায় নতুন সংশোধিত ফৌজদারি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিশেষ করে মাদক পাচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড তুলে নেওয়ার বিষয়টি ছিল সবচেয়ে বিতর্কিত। এক এমপি বলেন, ‘অল্প কয়েক গ্রাম হোক বা কয়েক টন হোক, মাদক পরিবহনের ক্ষতি অপরিসীম।’ অন্য একজন বলেন, ‘মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ড তুলে দিলে ভুল বার্তা যাবে, কারণ দেশে মাদক-সম্পর্কিত অপরাধ ক্রমশ বাড়ছে।’
ভিয়েতনামে মৃত্যুদণ্ড সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায়, তাই বর্তমানে কতজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আছে, তা জানা যায় না। উল্লেখ্য, ২০১১ সালে ভিয়েতনামে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা বাতিল করা হয়। বর্তমানে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল আমেরিকাকে নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন...
৩ মিনিট আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১৩ মিনিট আগে
ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
১ ঘণ্টা আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে