
দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার মধ্যবর্তী নিরপেক্ষ অঞ্চলে সামরিক নিরাপত্তা দেওয়া জাতিসংঘ কমান্ড বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘ কমান্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখার (মিলিটারি ডিমারকেশন লাইন) কাছাকাছি বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তিনি ভুল করে অনুমতি না নিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লে তাঁকে আটক করে উত্তর কোরীয় বাহিনী।
টুইটারে শেয়ার করা এক পোস্টে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘একজন মার্কিন নাগরিক যৌথ নিরাপত্তা এলাকায় অবস্থিত সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ায় (ডিপিআরকে) প্রবেশ করায় তাঁকে আটক করা হয়।’
১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার সীমারেখায় মিলিটারি ডিমারকেশন জোন চালু করা হয় এবং সেখানে জাতিসংঘের নিয়ন্ত্রণে একটি বহুজাতিক বাহিনী পাঠানো হয় যা জাতিসংঘ কমান্ড নামে পরিচিত।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, ওই ব্যক্তি উত্তর কোরীয় বাহিনীর হেফাজতে রয়েছেন। আমরা দক্ষিণ কোরিয়ার বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি তাঁকে ফিরিয়ে আনতে।’
জাতিসংঘ কমান্ড সেই মার্কিন নাগরিকের নাম-পরিচয় বা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এমনকি কীভাবে সেই লোক সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করল তাও জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিংবা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, উত্তর কোরিয়াকে নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘদিন আগেই মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়া ভ্রমণকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে। দেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক যোগাযোগও নেই।

দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার মধ্যবর্তী নিরপেক্ষ অঞ্চলে সামরিক নিরাপত্তা দেওয়া জাতিসংঘ কমান্ড বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘ কমান্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখার (মিলিটারি ডিমারকেশন লাইন) কাছাকাছি বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তিনি ভুল করে অনুমতি না নিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লে তাঁকে আটক করে উত্তর কোরীয় বাহিনী।
টুইটারে শেয়ার করা এক পোস্টে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘একজন মার্কিন নাগরিক যৌথ নিরাপত্তা এলাকায় অবস্থিত সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ায় (ডিপিআরকে) প্রবেশ করায় তাঁকে আটক করা হয়।’
১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার সীমারেখায় মিলিটারি ডিমারকেশন জোন চালু করা হয় এবং সেখানে জাতিসংঘের নিয়ন্ত্রণে একটি বহুজাতিক বাহিনী পাঠানো হয় যা জাতিসংঘ কমান্ড নামে পরিচিত।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, ওই ব্যক্তি উত্তর কোরীয় বাহিনীর হেফাজতে রয়েছেন। আমরা দক্ষিণ কোরিয়ার বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি তাঁকে ফিরিয়ে আনতে।’
জাতিসংঘ কমান্ড সেই মার্কিন নাগরিকের নাম-পরিচয় বা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এমনকি কীভাবে সেই লোক সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করল তাও জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিংবা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, উত্তর কোরিয়াকে নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘদিন আগেই মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়া ভ্রমণকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে। দেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক যোগাযোগও নেই।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৫ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে