আজকের পত্রিকা ডেস্ক

মালয়েশিয়ায় একটি বাস ও একটি মিনিভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৩৩ জন। গকাল রোববার দেশটির উত্তরাঞ্চলের ব্যস্ততম একটি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
স্ট্রেইটস টাইমসের প্রতিবদেন অনুযায়ী, বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার একাধিক স্থানীয় গণমাধ্যম।
‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে, বাসটি তেরেঙ্গানুর জার্তেহ এলাকা থেকে ইউপিএসআইর মূল ক্যাম্পাস তানজুং মালিমের দিকে যাচ্ছিল। পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
পেরাক সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মীদের তথ্যমতে, বাসে ৪২ জন শিক্ষার্থী, একজন চালক ও তাঁর সহকারী ছিলেন। অন্যদিকে, মিনিভ্যানটিতে ছিলেন আরও ৪ জন। আহতদের অনেকেরই হাত-পা ভেঙেছে। দুর্ঘটনার পর অনেকেই নিজে নিজে গাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছেন। আবার অনেকেই আটকা পড়ে ছিলেন। তাদের তথ্যমতে, বাসের কাঠামো কেটে ৬ জনকে উদ্ধার করতে হয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পেরাক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন এবং দুর্ঘটনার আগে থেকেই বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল।
২১ বছর বয়সী শিক্ষার্থী আলিয়া মাইসারা বলেন, ‘বাসটা অনেক জোরে যাচ্ছিল। হঠাৎ একটা গর্তে পড়ে ডান দিকে হেলে পড়ে, তখন আমি খুব নার্ভাস হয়ে দোয়া পড়া শুরু করি। চালক কিছুক্ষণ গতি কমালেও পরে আবার জোরে চালানো শুরু করেন। এরপর হঠাৎ বাসটা বাঁ দিকে মোড় নিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিহতদের পরিবারকে সহায়তা দিতে উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সড়ক নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। জীবন অমূল্য—আমরা যেন গন্তব্যে পৌঁছানোর তাড়ায় জীবন নিয়ে খেলি না।’

মালয়েশিয়ায় একটি বাস ও একটি মিনিভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৩৩ জন। গকাল রোববার দেশটির উত্তরাঞ্চলের ব্যস্ততম একটি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
স্ট্রেইটস টাইমসের প্রতিবদেন অনুযায়ী, বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার একাধিক স্থানীয় গণমাধ্যম।
‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে, বাসটি তেরেঙ্গানুর জার্তেহ এলাকা থেকে ইউপিএসআইর মূল ক্যাম্পাস তানজুং মালিমের দিকে যাচ্ছিল। পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
পেরাক সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মীদের তথ্যমতে, বাসে ৪২ জন শিক্ষার্থী, একজন চালক ও তাঁর সহকারী ছিলেন। অন্যদিকে, মিনিভ্যানটিতে ছিলেন আরও ৪ জন। আহতদের অনেকেরই হাত-পা ভেঙেছে। দুর্ঘটনার পর অনেকেই নিজে নিজে গাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছেন। আবার অনেকেই আটকা পড়ে ছিলেন। তাদের তথ্যমতে, বাসের কাঠামো কেটে ৬ জনকে উদ্ধার করতে হয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পেরাক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন এবং দুর্ঘটনার আগে থেকেই বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল।
২১ বছর বয়সী শিক্ষার্থী আলিয়া মাইসারা বলেন, ‘বাসটা অনেক জোরে যাচ্ছিল। হঠাৎ একটা গর্তে পড়ে ডান দিকে হেলে পড়ে, তখন আমি খুব নার্ভাস হয়ে দোয়া পড়া শুরু করি। চালক কিছুক্ষণ গতি কমালেও পরে আবার জোরে চালানো শুরু করেন। এরপর হঠাৎ বাসটা বাঁ দিকে মোড় নিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিহতদের পরিবারকে সহায়তা দিতে উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সড়ক নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। জীবন অমূল্য—আমরা যেন গন্তব্যে পৌঁছানোর তাড়ায় জীবন নিয়ে খেলি না।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ ও আটকের ঘটনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই অভিযানকে বিশ্ব রাজনীতির একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (৩ জানুয়ারি) ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে মাদুরোকে একটি মার্কিন যুদ্ধজাহাজের ডেকে বন্দী অবস্থায় দেখা যায়।
১ ঘণ্টা আগে
১৯৭০-এর দশকে বিশ্বজুড়ে বাড়তে থাকা সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা অনুভব করে পেন্টাগন। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ বিশেষ বাহিনী ‘এসএএস’-এর আদলে ১৯৭৭ সালে এই ডেল্টা ফোর্স গঠন করেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এর প্রধান কার্যালয়।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি সত্য হলে সবার দৃষ্টি নিবদ্ধ হবে একটি প্রশ্নে— ভেনেজুয়েলার শাসনভার এখন কার হাতে।
৩ ঘণ্টা আগে