Ajker Patrika

৩.৭ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে চীন ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি

৩.৭ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে চীন ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি
সম্প্রতি বেইজিং সফরে চীনের প্রধানমন্ত্রী সি চিনপিনের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক। ছবি: এএফপি

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, দেশটিতে প্রস্তাবিত ৩৭০ কোটি ডলারের তেল শোধনাগার দ্রুত বাস্তবায়নের জন্য চীনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সিনোপেকের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই শোধনাগারটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হামবানটোটায় নির্মিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী হেরাথ বলেছেন, ‘এটি শ্রীলঙ্কার অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগ প্রকল্প এবং এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এই প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে চাই।’

এই বিষয়ে ভয়েস অব আমেরিকা ও অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শোধনাগারে শোধন করা জ্বালানির কত অংশ রপ্তানি হবে, তা যৌথভাবে সিদ্ধান্ত নেবে চীন ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা সম্পূর্ণভাবে আমদানি করা তেলের ওপর নির্ভরশীল। এর ফলে প্রতিবছরই দেশটির বিপুল অর্থ তেল আমদানির পেছনেই ব্যয় হয়ে যায়। এর মধ্যে ২০২২ সালে দেশটির অর্থনীতি ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকটে ভেঙে পড়েছিল। তবে ২০২৩ সালে ২.৯ বিলিয়ন ডলারের একটি আইএমএফ কর্মসূচি গ্রহণের পর থেকেই দেশটি আবার দ্রুত ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

প্রকল্পটি বাস্তবায়নে জমি, কর ও পানি সংক্রান্ত বিষয়গুলো এক মাসের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী হেরাথ। তিনি আরও জানান, এই শোধনাগারটি চীনের নির্মিত হামবানটোটা বন্দরের কার্যক্রমে সহায়তা করবে এবং বাংকারিং পরিষেবার মাধ্যমে এটি একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, গত সপ্তাহেই চীন ও শ্রীলঙ্কা ১৫টি সহযোগিতা চুক্তি সই করেছে। এসব চুক্তির মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত চুক্তি অন্তর্ভুক্ত। সম্প্রতি নির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

হামবানটোটায় সিনোপেকের শোধনাগার নির্মাণ চীনের জন্য ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী অবস্থান তৈরি করবে। বিষয়টি ভারতের জন্য সরাসরি প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করবে। প্রকল্পটি শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত