
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান। আজ বুধবার পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।
পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, কান্দাহার প্রদেশে অবস্থিত পাকিস্তানের শহর চমন ও আফগানিস্তানের শহর ওয়েশের মধ্যবর্তী একটি সীমান্ত ক্রসিংয়ে আফগান সরকারের পতাকা নামিয়ে ফেলে তালেবানের যোদ্ধারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রধান শহর কান্দাহারের গুরুত্বপূর্ণ এই সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ রয়েছে পাকিস্তানের। প্রতিদিন এই ক্রসিং দিয়ে প্রায় ৯০০ ট্রাক পারাপার হয়ে থাকে।
আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বাহিনীর সামনে টিকতে না পেরে কান্দাহার প্রদেশের জেলা শহর স্পিন বোলদাক থেকে পিছু হটেছে তালেবান। তবে বেসামরিক নাগরিক ও পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েশ সীমান্তের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতেই।
সীমান্ত এলাকায় নিযুক্ত পাকিস্তানের এক নিরাপত্তাকর্মী বলেছেন, ‘পাকিস্তান এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ বড় সীমান্ত ক্রসিং ওয়েশ। এটি এখন তালেবানের নিয়ন্ত্রণে।’
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘কান্দাহার প্রদেশের ওয়েশ সীমান্ত শহর দখলে নিয়েছে তালেবান।’
কাবুলভিত্তিক সংস্থা আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’র চেয়ারম্যান শফিকুল্লাহ আত্তারি জানিয়েছেন, তালেবান যোদ্ধারা বিভিন্ন দেশের সঙ্গে থাকা আফগানিস্তানের সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলো দখলে নিচ্ছে। ফলে সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলো থেকে তাঁরা বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে।
বার্তা সংস্থা রয়টার্সকে শফিকুল্লাহ আত্তারি বলেন, ‘সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলোর রাজস্ব এরই মধ্যে তালেবানের পকেটে ঢুকতে শুরু করেছে।’

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান। আজ বুধবার পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।
পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, কান্দাহার প্রদেশে অবস্থিত পাকিস্তানের শহর চমন ও আফগানিস্তানের শহর ওয়েশের মধ্যবর্তী একটি সীমান্ত ক্রসিংয়ে আফগান সরকারের পতাকা নামিয়ে ফেলে তালেবানের যোদ্ধারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রধান শহর কান্দাহারের গুরুত্বপূর্ণ এই সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ রয়েছে পাকিস্তানের। প্রতিদিন এই ক্রসিং দিয়ে প্রায় ৯০০ ট্রাক পারাপার হয়ে থাকে।
আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বাহিনীর সামনে টিকতে না পেরে কান্দাহার প্রদেশের জেলা শহর স্পিন বোলদাক থেকে পিছু হটেছে তালেবান। তবে বেসামরিক নাগরিক ও পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েশ সীমান্তের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতেই।
সীমান্ত এলাকায় নিযুক্ত পাকিস্তানের এক নিরাপত্তাকর্মী বলেছেন, ‘পাকিস্তান এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ বড় সীমান্ত ক্রসিং ওয়েশ। এটি এখন তালেবানের নিয়ন্ত্রণে।’
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘কান্দাহার প্রদেশের ওয়েশ সীমান্ত শহর দখলে নিয়েছে তালেবান।’
কাবুলভিত্তিক সংস্থা আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’র চেয়ারম্যান শফিকুল্লাহ আত্তারি জানিয়েছেন, তালেবান যোদ্ধারা বিভিন্ন দেশের সঙ্গে থাকা আফগানিস্তানের সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলো দখলে নিচ্ছে। ফলে সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলো থেকে তাঁরা বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে।
বার্তা সংস্থা রয়টার্সকে শফিকুল্লাহ আত্তারি বলেন, ‘সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলোর রাজস্ব এরই মধ্যে তালেবানের পকেটে ঢুকতে শুরু করেছে।’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২ ঘণ্টা আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৪ ঘণ্টা আগে