Ajker Patrika

ভিয়েতনামে গভীর গর্তে পড়া ১০ বছরের শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৪: ০৩
ভিয়েতনামে গভীর গর্তে পড়া ১০ বছরের শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ডং থাপ প্রদেশে গভীর গর্তে পড়ে যাওয়া ১০ বছর বয়সী একটি শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। 

বিবিসির খবরে বলা হয়, গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম লাই হাও ন্যাম। গত রোববার (১ জানুয়ারি) লোহার টুকরো কুড়াতে গিয়ে নির্মাণাধীন একটি স্থাপনার কংক্রিটের পিলারের পাশের গভীর গর্তে পড়ে যায় সে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, গর্তটির গভীরতা ৩৫ মিটার এবং ব্যাস ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি)। এমন সরু গর্তে সে কীভাবে পড়ল, তা জানা যায়নি। 

গর্তে পড়ার পর সাহায্যের জন্য চিৎকার শুরু করে শিশুটি। চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যায় আশপাশের মানুষ। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার (২ জানুয়ারি) শিশুটিকে উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়।

ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উদ্ধারকারীরা কংক্রিটের পিলারটির আশপাশের মাটিগুলো নরম করতে খোঁড়াখুঁড়ি ও পানি ঢালছেন, যাতে পিলারটি টেনে তুলে ফেলা যায়। তবে তাতে উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে যায়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উদ্ধারকারীরা শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন। গর্তের ভেতরে ক্যামেরা পাঠানো হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে গর্তে অক্সিজেন পাম্প করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। 

এক উদ্ধারকারী এএফপিকে বলেন, ‘ছেলেটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে সে এখন জীবিত আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারছি না।’ 

এদিকে সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন কেন্দ্রীয় পর্যায়ের উদ্ধারকারীদের শিশুটিকে উদ্ধারের অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বড় ধরনের অভিযান শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত