
আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে দুই দেশের সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে একজন তালেবান সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান বাহিনী। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার আফগানিস্তানের নিমরোজ প্রদেশ এবং ইরানের হিরমান্দ অঞ্চলের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করেছে।
এক বছর আগে তালেবানেরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ইরান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল।
আফগানিস্তানের নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’
অন্যদিকে ইরানের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, ‘এ সংঘর্ষে ইরান সীমান্তরক্ষীদের কেউ হতাহত হয়নি।’
ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী আফগান অঞ্চল নয় এমন একটি এলাকায় তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করার পরে সংঘর্ষ শুরু হয়। এরপর সেখানে কয়েক মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মায়সাম বারাজান্দেহ বলেছেন, ‘আত্মরক্ষার স্বার্থে আমাদের বাহিনী প্রয়োজনীয় জবাব দিয়েছে।’
গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনায় একজন ইরানি সীমান্তরক্ষীর মৃত্যুর খবর জানিয়েছিল।
এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ইরান। তবে ঠিক কী কারণে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে, স্পষ্ট নয়।

আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে দুই দেশের সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে একজন তালেবান সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান বাহিনী। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার আফগানিস্তানের নিমরোজ প্রদেশ এবং ইরানের হিরমান্দ অঞ্চলের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করেছে।
এক বছর আগে তালেবানেরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ইরান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল।
আফগানিস্তানের নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’
অন্যদিকে ইরানের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, ‘এ সংঘর্ষে ইরান সীমান্তরক্ষীদের কেউ হতাহত হয়নি।’
ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী আফগান অঞ্চল নয় এমন একটি এলাকায় তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করার পরে সংঘর্ষ শুরু হয়। এরপর সেখানে কয়েক মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মায়সাম বারাজান্দেহ বলেছেন, ‘আত্মরক্ষার স্বার্থে আমাদের বাহিনী প্রয়োজনীয় জবাব দিয়েছে।’
গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনায় একজন ইরানি সীমান্তরক্ষীর মৃত্যুর খবর জানিয়েছিল।
এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ইরান। তবে ঠিক কী কারণে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে, স্পষ্ট নয়।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১২ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১৪ ঘণ্টা আগে