আজকের পত্রিকা ডেস্ক

আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আখুন্দজাদা ও আবদুল হাকিম হাক্কানির মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যৌক্তিক প্রমাণ রয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিবিসি জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার নারীদের শিক্ষা, কাজ ও চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এভাবে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়, অধিকাংশ পেশায় নারীদের নিয়োগ বন্ধ করা হয়, পুরুষ অভিভাবক ছাড়া নারীর দূরে ভ্রমণ নিষিদ্ধ হয় এবং নারীদের প্রকাশ্যে কথা বলাও নিয়ন্ত্রিত হয়।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়, জনগণের ওপর তালেবান কিছু নিয়মনীতি চাপিয়ে দিলেও তারা বিশেষভাবে নারী ও কন্যাশিশুদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে টার্গেট করেছে এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। জাতিসংঘ এই বিধিনিষেধকে লিঙ্গভিত্তিক বর্ণবাদের শামিল বলে আখ্যা দিয়েছে।
তালেবান সরকার দাবি করে আসছে, তারা ইসলামি শরিয়া ও আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার রক্ষা করে চলেছে।
অভিযুক্ত আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর তিনি ইসলামিক আমিরাতের নেতৃত্বে আসেন। ১৯৮০-র দশকে সোভিয়েত দখলদারির সময় তিনি ইসলামি প্রতিরোধে অংশ নিয়েছিলেন। অপর অভিযুক্ত হাকিম হাক্কানি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
আইসিসি সাধারণত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে—যদি সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। তবে আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই; সদস্য দেশগুলোর ওপরই গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো এই দুটি পরোয়ানার সম্ভাবনার কথা বলেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। তিনি দাবি করেছিলেন, তালেবান নেতারা শুধু নারী ও মেয়েদের নিপীড়নই নয়, বরং তাদের দৃষ্টিতে লিঙ্গ পরিচয় বা প্রকাশে অনুপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও নিপীড়ন চালিয়েছে। এ ছাড়া আফগানিস্তানে কাউকে নারী অধিকারের পক্ষে বলে সন্দেহ হলেও তাঁর বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেয় তালেবান।
হিউম্যান রাইটস ওয়াচ এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে এবং তালেবানের আরও অপরাধ, ইসলামিক স্টেট (খোরাসান শাখা), সাবেক আফগান নিরাপত্তা বাহিনী ও মার্কিন সেনাদের দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রেও বিচারিক প্রক্রিয়া সম্প্রসারণের আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলেছে, আফগানিস্তানে সহিংসতা ও দায়মুক্তির চক্র ভাঙতে হলে সব পক্ষের ভুক্তভোগীদের ন্যায়ের সমান সুযোগ দিতে হবে।

আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আখুন্দজাদা ও আবদুল হাকিম হাক্কানির মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যৌক্তিক প্রমাণ রয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিবিসি জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার নারীদের শিক্ষা, কাজ ও চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এভাবে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়, অধিকাংশ পেশায় নারীদের নিয়োগ বন্ধ করা হয়, পুরুষ অভিভাবক ছাড়া নারীর দূরে ভ্রমণ নিষিদ্ধ হয় এবং নারীদের প্রকাশ্যে কথা বলাও নিয়ন্ত্রিত হয়।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়, জনগণের ওপর তালেবান কিছু নিয়মনীতি চাপিয়ে দিলেও তারা বিশেষভাবে নারী ও কন্যাশিশুদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে টার্গেট করেছে এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। জাতিসংঘ এই বিধিনিষেধকে লিঙ্গভিত্তিক বর্ণবাদের শামিল বলে আখ্যা দিয়েছে।
তালেবান সরকার দাবি করে আসছে, তারা ইসলামি শরিয়া ও আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার রক্ষা করে চলেছে।
অভিযুক্ত আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর তিনি ইসলামিক আমিরাতের নেতৃত্বে আসেন। ১৯৮০-র দশকে সোভিয়েত দখলদারির সময় তিনি ইসলামি প্রতিরোধে অংশ নিয়েছিলেন। অপর অভিযুক্ত হাকিম হাক্কানি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
আইসিসি সাধারণত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে—যদি সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। তবে আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই; সদস্য দেশগুলোর ওপরই গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো এই দুটি পরোয়ানার সম্ভাবনার কথা বলেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। তিনি দাবি করেছিলেন, তালেবান নেতারা শুধু নারী ও মেয়েদের নিপীড়নই নয়, বরং তাদের দৃষ্টিতে লিঙ্গ পরিচয় বা প্রকাশে অনুপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও নিপীড়ন চালিয়েছে। এ ছাড়া আফগানিস্তানে কাউকে নারী অধিকারের পক্ষে বলে সন্দেহ হলেও তাঁর বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেয় তালেবান।
হিউম্যান রাইটস ওয়াচ এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে এবং তালেবানের আরও অপরাধ, ইসলামিক স্টেট (খোরাসান শাখা), সাবেক আফগান নিরাপত্তা বাহিনী ও মার্কিন সেনাদের দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রেও বিচারিক প্রক্রিয়া সম্প্রসারণের আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলেছে, আফগানিস্তানে সহিংসতা ও দায়মুক্তির চক্র ভাঙতে হলে সব পক্ষের ভুক্তভোগীদের ন্যায়ের সমান সুযোগ দিতে হবে।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৩৩ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে