
মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে ৩০০ কিলোমিটার দূরে সাগাইং অঞ্চলের ডেপাইন শহরে এ অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে মিয়ানমারের সেনাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ডেপাইনে টহলরত নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও ছয়জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে হামলাকারীরা পিছু হটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডেপাইনের এক বাসিন্দা বলেন, গত শুক্রবার চারটি ট্রাক থেকে সেনারা নামে। স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর তরুণেরা স্থানীয়ভাবে তৈরি অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর ভারী অস্ত্রের গোলাগুলিতে তাঁরা পিছু হটেন। ওই লড়াইয়ের পর ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।
বিবিসি বার্মিজ ও স্থানীয় থান লিউইন খেট নিউজেও একই সংখ্যার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিয়ানমার নাওয়ের পক্ষ থেকে বলা হয়, সেনাদের অভিযানে ৩১ জনের মতো নিহত হয়েছেন। প্রায় ১০ হাজার বাসিন্দা গ্রামটি ছেড়ে পালিয়েছেন। তবে ডেপিয়ানের পিপলস ডিফেন্স ফোর্স তাদের ফেসবুকে বলেছে, তাদের ১৮ সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১ জন।
গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৯০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীকে প্রতিরোধে মিয়ানমারের কিছু কিছু এলাকায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে স্থানীয়রা।

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে ৩০০ কিলোমিটার দূরে সাগাইং অঞ্চলের ডেপাইন শহরে এ অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে মিয়ানমারের সেনাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ডেপাইনে টহলরত নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও ছয়জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে হামলাকারীরা পিছু হটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডেপাইনের এক বাসিন্দা বলেন, গত শুক্রবার চারটি ট্রাক থেকে সেনারা নামে। স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর তরুণেরা স্থানীয়ভাবে তৈরি অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর ভারী অস্ত্রের গোলাগুলিতে তাঁরা পিছু হটেন। ওই লড়াইয়ের পর ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।
বিবিসি বার্মিজ ও স্থানীয় থান লিউইন খেট নিউজেও একই সংখ্যার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিয়ানমার নাওয়ের পক্ষ থেকে বলা হয়, সেনাদের অভিযানে ৩১ জনের মতো নিহত হয়েছেন। প্রায় ১০ হাজার বাসিন্দা গ্রামটি ছেড়ে পালিয়েছেন। তবে ডেপিয়ানের পিপলস ডিফেন্স ফোর্স তাদের ফেসবুকে বলেছে, তাদের ১৮ সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১ জন।
গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৯০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীকে প্রতিরোধে মিয়ানমারের কিছু কিছু এলাকায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে স্থানীয়রা।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৩ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৪ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৪ ঘণ্টা আগে