
যুক্তরাজ্য, কানাডার পর অভিবাসনপ্রত্যাশীদের এবার দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়াও। নতুন অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামাতে চলেছে দেশটি। এর সঙ্গে, কঠোর হতে চলেছে ইংরেজি ভাষা দক্ষতার বাধ্যবাধকতাও। আগামী দুই বছরের মধ্যেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
বিবিসির খবর অনুসারে, অস্ট্রেলিয়ায় এ বছর রেকর্ড সংখ্যক নতুন অভিবাসী প্রবেশ করেছে। ফলে চাপের মুখে পড়েছে দেশটির আবাসন ও অবকাঠামো খাত। কিন্তু দক্ষ কর্মীর ঘাটতি রয়েই গেছে।
অস্ট্রেলীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত এক বছরে রেকর্ড ৫ লাখ ১০ হাজার অভিবাসী অস্ট্রেলিয়ায় ঢুকেছেন। এর সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাসের মধ্যে বার্ষিক অভিবাসী গ্রহণের সংখ্যা ২ লাখ ৫০ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ১০ বছর মেয়াদি নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছেন ক্লেয়ার ও’নিল। তিনি অভিযোগ করেছেন, আগের সরকারই অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থাকে ‘হ য ব র ল’ অবস্থায় রেখে গিয়েছিল।
নতুন পরিকল্পনা অনুসারে, বিদেশি শিক্ষার্থী এবং স্বল্প দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। কঠোরতা বাড়বে বিদেশি শিক্ষার্থীদের ন্যূনতম ইংরেজি ভাষা দক্ষতার ওপর।
দ্বিতীয় ভিসার জন্য যারা আবেদন করবেন, তাদেরও বাড়তি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পড়তে হবে। অধিক পড়াশোনা কীভাবে তাদের শিক্ষাগত আকাঙ্ক্ষা বা কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবে, তা নিশ্চিত করতে হবে এ ধরনের শিক্ষার্থীদের।
সরকারি পরিসংখ্যান অনুসারে, অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রায় সাড়ে ছয় লাখ বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এদের অনেকেই দ্বিতীয় ভিসা নিয়ে রয়েছেন।

যুক্তরাজ্য, কানাডার পর অভিবাসনপ্রত্যাশীদের এবার দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়াও। নতুন অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামাতে চলেছে দেশটি। এর সঙ্গে, কঠোর হতে চলেছে ইংরেজি ভাষা দক্ষতার বাধ্যবাধকতাও। আগামী দুই বছরের মধ্যেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
বিবিসির খবর অনুসারে, অস্ট্রেলিয়ায় এ বছর রেকর্ড সংখ্যক নতুন অভিবাসী প্রবেশ করেছে। ফলে চাপের মুখে পড়েছে দেশটির আবাসন ও অবকাঠামো খাত। কিন্তু দক্ষ কর্মীর ঘাটতি রয়েই গেছে।
অস্ট্রেলীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত এক বছরে রেকর্ড ৫ লাখ ১০ হাজার অভিবাসী অস্ট্রেলিয়ায় ঢুকেছেন। এর সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাসের মধ্যে বার্ষিক অভিবাসী গ্রহণের সংখ্যা ২ লাখ ৫০ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ১০ বছর মেয়াদি নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছেন ক্লেয়ার ও’নিল। তিনি অভিযোগ করেছেন, আগের সরকারই অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থাকে ‘হ য ব র ল’ অবস্থায় রেখে গিয়েছিল।
নতুন পরিকল্পনা অনুসারে, বিদেশি শিক্ষার্থী এবং স্বল্প দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। কঠোরতা বাড়বে বিদেশি শিক্ষার্থীদের ন্যূনতম ইংরেজি ভাষা দক্ষতার ওপর।
দ্বিতীয় ভিসার জন্য যারা আবেদন করবেন, তাদেরও বাড়তি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পড়তে হবে। অধিক পড়াশোনা কীভাবে তাদের শিক্ষাগত আকাঙ্ক্ষা বা কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবে, তা নিশ্চিত করতে হবে এ ধরনের শিক্ষার্থীদের।
সরকারি পরিসংখ্যান অনুসারে, অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রায় সাড়ে ছয় লাখ বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এদের অনেকেই দ্বিতীয় ভিসা নিয়ে রয়েছেন।

ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
২ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
৪ ঘণ্টা আগে