
স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ।
২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন।
সোমবার থাইল্যান্ডের একটি আদালতে ব্রনচালোকে অভিযুক্ত করা হয়। এর আগে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কোহ ফাঙ্গান দ্বীপের একটি ময়লার ভাগাড় থেকে ওর্তেগার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। কোহ ফাঙ্গান দ্বীপটি পূর্ণিমা কিংবা চাঁদনি রাতে পার্টির জন্য সুপরিচিত।
ব্রনচালো দাবি করেছেন, তাঁর প্রতি মোহাবিষ্ট হয়ে ওর্তেগা তাঁকে জিম্মি করে রেখেছিলেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার কোহ ফাঙ্গানের পুলিশ স্টেশনে গিয়ে ব্রনচালো জানান—ওর্তেগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডিএনএ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হন উদ্ধার করা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর্তেগারই।
পরদিন পুলিশের জেরার মুখে ওর্তেগাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার কথা স্বীকার করেন ব্রনচালো। পরে রোববার ওর্তেগার শরীরের অন্যান্য অংশ উদ্ধার করার জন্য পুলিশকে অন্তত সাতটি স্থানে নিয়ে যান তিনি।
তদন্তে দেখা গেছে, মরদেহের টুকরোগুলো লুকাতে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও একটি ছুরি, গ্লাভস এবং মেঝে পরিষ্কার করার জন্য এক বোতল রাসায়নিক কিনেছিলেন ব্রনচালো।
জানা গেছে, ব্রনচালো স্প্যানের নামকরা অভিনয় শিল্পী পরিবারের সন্তান। বাবার পাশাপাশি তাঁর মা সিলভিয়া ব্রনচালোও একজন অভিনেত্রী। ব্রনচালোর দাদাও অভিনেতা ছিলেন। এ অবস্থায় বিচারের ক্ষেত্রে পারিবারিক সম্মানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রনচালোর পরিবার।

স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ।
২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন।
সোমবার থাইল্যান্ডের একটি আদালতে ব্রনচালোকে অভিযুক্ত করা হয়। এর আগে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কোহ ফাঙ্গান দ্বীপের একটি ময়লার ভাগাড় থেকে ওর্তেগার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। কোহ ফাঙ্গান দ্বীপটি পূর্ণিমা কিংবা চাঁদনি রাতে পার্টির জন্য সুপরিচিত।
ব্রনচালো দাবি করেছেন, তাঁর প্রতি মোহাবিষ্ট হয়ে ওর্তেগা তাঁকে জিম্মি করে রেখেছিলেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার কোহ ফাঙ্গানের পুলিশ স্টেশনে গিয়ে ব্রনচালো জানান—ওর্তেগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডিএনএ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হন উদ্ধার করা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর্তেগারই।
পরদিন পুলিশের জেরার মুখে ওর্তেগাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার কথা স্বীকার করেন ব্রনচালো। পরে রোববার ওর্তেগার শরীরের অন্যান্য অংশ উদ্ধার করার জন্য পুলিশকে অন্তত সাতটি স্থানে নিয়ে যান তিনি।
তদন্তে দেখা গেছে, মরদেহের টুকরোগুলো লুকাতে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও একটি ছুরি, গ্লাভস এবং মেঝে পরিষ্কার করার জন্য এক বোতল রাসায়নিক কিনেছিলেন ব্রনচালো।
জানা গেছে, ব্রনচালো স্প্যানের নামকরা অভিনয় শিল্পী পরিবারের সন্তান। বাবার পাশাপাশি তাঁর মা সিলভিয়া ব্রনচালোও একজন অভিনেত্রী। ব্রনচালোর দাদাও অভিনেতা ছিলেন। এ অবস্থায় বিচারের ক্ষেত্রে পারিবারিক সম্মানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রনচালোর পরিবার।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৮ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১০ ঘণ্টা আগে