Ajker Patrika

ভারতীয় ড্রোনের লক্ষ্য হতে পারেন ইমরান খান—মুক্তির আবেদন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ মে ২০২৫, ২১: ২৮
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি

ভারতের সঙ্গে উত্তেজনা চরমে ওঠায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনঝুঁকি বেড়েছে বলে দাবি করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি জানিয়েছে, ভারতের সম্ভাব্য ড্রোন হামলার লক্ষ্য হতে পারেন ইমরান খান। তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে দলটি ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।

৭২ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রায় দুই বছর ধরে বন্দী আছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও তিনি সবগুলো অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অভিহিত করেছেন।

পিটিআই মুখপাত্র ও খানের ঘনিষ্ঠ সহচর জুলফিকার বুখারি জানিয়েছেন, ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের প্রেক্ষাপটে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে নিরাপদ স্থানে রাখা প্রয়োজন। তিনি বলেছেন, জাতি যখন সংকটে আছে, তখন ঐক্যের প্রতীককে সামনে থাকা দরকার।

ভারত ইতিমধ্যে ৭০-৮০টি ড্রোন পাকিস্তানে পাঠিয়েছে দাবি করে বুখারি বলেন, ‘উড়ন্ত এসব বস্তু কারাগারে থাকা ইমরান খানের জন্য বিপজ্জনক। আমরা তাঁর নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

পিটিআইয়ের আবেদনে বলা হয়েছে—ভারতের উসকানিমূলক আগ্রাসন ও একাধিক ড্রোন হামলার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। আর এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি জরুরি।

ইমরান খানের শাসনামলে ভারত-বিরোধী অবস্থান, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে তাঁর কণ্ঠস্বর, তাঁর জীবনকে এখন ঝুঁকিতে ফেলতে পারে বলেও দলটির শঙ্কা। ২০১৯ সালে ভারতের পুলওয়ামা হামলার পর প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলা এবং দুই দেশের মধ্যে এয়ার-ডগ-ফাইটের সময়ও দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল।

কাশ্মীর নিয়ে দুই দেশের তিনটি যুদ্ধের ইতিহাস, সীমান্তে গুলিবিনিময় ও পারস্পরিক অবিশ্বাসের আবহে ইমরান খানের মতো একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে রাখা জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকেরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত