Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

আপডেট : ২৫ জুন ২০২১, ১১: ১২
বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৯৫৭ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ২৩৫। গত দিনের তুলনায় মৃত্যু ও নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত দিনে করোনায় মারা গিয়েছিল ৮ হাজারের বেশি মানুষ। একই দিনে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ১৪২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৮০৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ১৫ হাজার ৫৪৭ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫৪ লাখ ২ হাজার ৯৯০ জন।

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৪ লাখ ৩১ হাজার ২৬৯–এ। তাঁদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার ১৭৩ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮১ হাজার ৯৬ জন, যা মোট শনাক্তের শূন্য দশমিক ৭ শতাংশ।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৮ হাজার ৬৮৫ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪২ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ২৮২ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত