আজকের পত্রিকা ডেস্ক

পেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় গতকাল বুধবার সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর বিপরীতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে।
পাকিস্তানের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে—তারা ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এ ছাড়া শিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করারও হুমকি দিয়েছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান বলেছে, সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ বন্ধ করার যেকোনো চেষ্টা...যুদ্ধের শামিল বলে গণ্য হবে এবং পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে।
পাকিস্তান জানিয়েছে, তারা ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করে দিচ্ছে এবং এই রুট দিয়ে ভারত থেকে সমস্ত আন্তসীমান্ত চলাচল ও বাণিজ্য স্থগিত করা হচ্ছে।
অন্যান্য পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে পাকিস্তান শিখ তীর্থযাত্রী ছাড়া সার্ক ভিসা স্কিমের অধীনে থাকা সমস্ত ভিসা স্থগিত করেছে। এই ভিসায় পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
ইসলামাবাদে থাকা ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান উপদেষ্টা) ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জনবল কমিয়ে ৩০ জন কূটনীতিক ও স্টাফ সদস্যে নামিয়ে আনা হবে।

পেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় গতকাল বুধবার সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর বিপরীতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে।
পাকিস্তানের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে—তারা ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এ ছাড়া শিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করারও হুমকি দিয়েছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান বলেছে, সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ বন্ধ করার যেকোনো চেষ্টা...যুদ্ধের শামিল বলে গণ্য হবে এবং পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে।
পাকিস্তান জানিয়েছে, তারা ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করে দিচ্ছে এবং এই রুট দিয়ে ভারত থেকে সমস্ত আন্তসীমান্ত চলাচল ও বাণিজ্য স্থগিত করা হচ্ছে।
অন্যান্য পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে পাকিস্তান শিখ তীর্থযাত্রী ছাড়া সার্ক ভিসা স্কিমের অধীনে থাকা সমস্ত ভিসা স্থগিত করেছে। এই ভিসায় পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
ইসলামাবাদে থাকা ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান উপদেষ্টা) ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জনবল কমিয়ে ৩০ জন কূটনীতিক ও স্টাফ সদস্যে নামিয়ে আনা হবে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৫ ঘণ্টা আগে