
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। দেশটির ইতিহাসে ঝড়ের কারণে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি আজ মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, জরুরি অবস্থা নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। এসব এলাকায় বিপর্যয় মোকাবিলায় সরকার তৎপর থাকবে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে কয়েটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গতকাল সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এই ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে অকল্যান্ড ও এর আশপাশে বন্যা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। অকল্যান্ড কর্তৃপক্ষ এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানিয়েছে।
অকল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে মুরিওয়াইতে ভূমিধসের পরে একজন দমকলকর্মী নিখোঁজ এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় দ্বিতীয় দমকলকর্মীর অনুসন্ধান স্থগিত করা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হওয়াক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঘূর্ণিঝড় ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। দেশটির ইতিহাসে ঝড়ের কারণে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি আজ মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, জরুরি অবস্থা নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। এসব এলাকায় বিপর্যয় মোকাবিলায় সরকার তৎপর থাকবে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে কয়েটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গতকাল সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এই ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে অকল্যান্ড ও এর আশপাশে বন্যা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। অকল্যান্ড কর্তৃপক্ষ এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানিয়েছে।
অকল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে মুরিওয়াইতে ভূমিধসের পরে একজন দমকলকর্মী নিখোঁজ এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় দ্বিতীয় দমকলকর্মীর অনুসন্ধান স্থগিত করা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হওয়াক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঘূর্ণিঝড় ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
২১ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে