
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। দেশটির ইতিহাসে ঝড়ের কারণে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি আজ মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, জরুরি অবস্থা নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। এসব এলাকায় বিপর্যয় মোকাবিলায় সরকার তৎপর থাকবে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে কয়েটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গতকাল সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এই ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে অকল্যান্ড ও এর আশপাশে বন্যা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। অকল্যান্ড কর্তৃপক্ষ এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানিয়েছে।
অকল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে মুরিওয়াইতে ভূমিধসের পরে একজন দমকলকর্মী নিখোঁজ এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় দ্বিতীয় দমকলকর্মীর অনুসন্ধান স্থগিত করা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হওয়াক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঘূর্ণিঝড় ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। দেশটির ইতিহাসে ঝড়ের কারণে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি আজ মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, জরুরি অবস্থা নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। এসব এলাকায় বিপর্যয় মোকাবিলায় সরকার তৎপর থাকবে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ৫০টি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে কয়েটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গতকাল সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এই ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে অকল্যান্ড ও এর আশপাশে বন্যা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। অকল্যান্ড কর্তৃপক্ষ এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানিয়েছে।
অকল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে মুরিওয়াইতে ভূমিধসের পরে একজন দমকলকর্মী নিখোঁজ এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় দ্বিতীয় দমকলকর্মীর অনুসন্ধান স্থগিত করা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হওয়াক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঘূর্ণিঝড় ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৭ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৮ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৮ ঘণ্টা আগে