
৩৪ বছর বয়সী গ্লোরিয়া রিচার্ডস মূলত মঞ্চে অভিনয় করেন। কিন্তু অভিনয়ের ব্যস্ততা না থাকলে সম্পদশালী ব্যক্তিদের বাচ্চা দেখাশোনা করেন তিনি। আর এ কাজটি করেই প্রতিদিন ২ হাজার ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা!
‘সিএনবিসি মেক ইট’ অনুষ্ঠানে নিজের কাজের সুবিধা অসুবিধা নিয়ে এক আলাপচারিতায় এ তথ্যটি দিয়েছেন গ্লোরিয়া।
শুধু টাকাই নয়, বাচ্চা দেখাশোনা করে গ্লোরিয়া আরও যেসব সুযোগ-সুবিধা পান তা অনেকের কাছেই অকল্পনীয়। এ কাজটি প্রায়ই তাঁকে জেট বিমান কিংবা প্রমোদতরীতে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের সুযোগ করে দেয়। এ ছাড়া আবাসন সুবিধা তো আছেই।
বিপুল আয়ের জন্যই বছরের নির্দিষ্ট একটি সময় কাজটি করেন গ্লোরিয়া। বাকি সময়টুকু তিনি ভোগ-বিলাস আর মঞ্চনাটক করে বেড়ান।
গ্লোরিয়া বলেন, ‘বছরে বড়জোর দুই মাস কাজ করি আমি। এতে বাকি মাসগুলো আমার দারুণ কেটে যায়।’
কাজের সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করতে গিয়ে গ্লোরিয়া জানান, বিলিয়নিয়ারদের বাড়িতে ন্যানির কাজ করতে গিয়ে শুধু যে বাচ্চা দেখাশোনা করতে হয়, তা নয়। এসব শিশুকে পড়ানো কিংবা ঘোরাফেরা করার রুটিনও সমন্বয় করেন তিনি। এসবের জন্য দিনে ১২ থেকে ১৫ ঘণ্টা ব্যস্ত থাকতে হয় তাঁকে।
বিপুল অর্থ সম্পদের মালিকেরা মূলত ব্যস্ততার জন্য তাঁদের সন্তানকে বিশ্বাসযোগ্য কারও কাছে রাখতে চান, যারা শিশুদের আদরযত্নে বড় করে তুলবে। এ কাজে গ্লোরিয়া এতটাই বিশ্বস্ত যে-একবার একটি ইতালিয়ান বোর্ডিং স্কুলে সন্তানদের নামের শেষে তাঁর নামের উপাধি বসিয়ে দিয়েছিলেন বাবা-মায়েরা।
তবে বিলিয়নিয়ারদের সঙ্গে কাজ করার কিছু ঝামেলাও রয়েছে। একবার সুইজারল্যান্ডে তিন সপ্তাহ কাজের পর একটি পরিবার জানিয়ে দিয়েছিল তাঁকে বেতন দিতে পারবে না, কারণ টাকা নেই। গ্লোরিয়া বলেন, ‘কারও কাজ পছন্দ না হলে তাঁরা এভাবেই প্রতিক্রিয়া জানাবে। আপনাকে সোজা টাকা দেওয়া বন্ধ করে দেবে।’

৩৪ বছর বয়সী গ্লোরিয়া রিচার্ডস মূলত মঞ্চে অভিনয় করেন। কিন্তু অভিনয়ের ব্যস্ততা না থাকলে সম্পদশালী ব্যক্তিদের বাচ্চা দেখাশোনা করেন তিনি। আর এ কাজটি করেই প্রতিদিন ২ হাজার ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা!
‘সিএনবিসি মেক ইট’ অনুষ্ঠানে নিজের কাজের সুবিধা অসুবিধা নিয়ে এক আলাপচারিতায় এ তথ্যটি দিয়েছেন গ্লোরিয়া।
শুধু টাকাই নয়, বাচ্চা দেখাশোনা করে গ্লোরিয়া আরও যেসব সুযোগ-সুবিধা পান তা অনেকের কাছেই অকল্পনীয়। এ কাজটি প্রায়ই তাঁকে জেট বিমান কিংবা প্রমোদতরীতে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের সুযোগ করে দেয়। এ ছাড়া আবাসন সুবিধা তো আছেই।
বিপুল আয়ের জন্যই বছরের নির্দিষ্ট একটি সময় কাজটি করেন গ্লোরিয়া। বাকি সময়টুকু তিনি ভোগ-বিলাস আর মঞ্চনাটক করে বেড়ান।
গ্লোরিয়া বলেন, ‘বছরে বড়জোর দুই মাস কাজ করি আমি। এতে বাকি মাসগুলো আমার দারুণ কেটে যায়।’
কাজের সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করতে গিয়ে গ্লোরিয়া জানান, বিলিয়নিয়ারদের বাড়িতে ন্যানির কাজ করতে গিয়ে শুধু যে বাচ্চা দেখাশোনা করতে হয়, তা নয়। এসব শিশুকে পড়ানো কিংবা ঘোরাফেরা করার রুটিনও সমন্বয় করেন তিনি। এসবের জন্য দিনে ১২ থেকে ১৫ ঘণ্টা ব্যস্ত থাকতে হয় তাঁকে।
বিপুল অর্থ সম্পদের মালিকেরা মূলত ব্যস্ততার জন্য তাঁদের সন্তানকে বিশ্বাসযোগ্য কারও কাছে রাখতে চান, যারা শিশুদের আদরযত্নে বড় করে তুলবে। এ কাজে গ্লোরিয়া এতটাই বিশ্বস্ত যে-একবার একটি ইতালিয়ান বোর্ডিং স্কুলে সন্তানদের নামের শেষে তাঁর নামের উপাধি বসিয়ে দিয়েছিলেন বাবা-মায়েরা।
তবে বিলিয়নিয়ারদের সঙ্গে কাজ করার কিছু ঝামেলাও রয়েছে। একবার সুইজারল্যান্ডে তিন সপ্তাহ কাজের পর একটি পরিবার জানিয়ে দিয়েছিল তাঁকে বেতন দিতে পারবে না, কারণ টাকা নেই। গ্লোরিয়া বলেন, ‘কারও কাজ পছন্দ না হলে তাঁরা এভাবেই প্রতিক্রিয়া জানাবে। আপনাকে সোজা টাকা দেওয়া বন্ধ করে দেবে।’

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
৩ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে